*ভারতীয় সিনেমার অন্যতম সম্পদ হলেন অভিনেত্রী বিদ্যা বালন (Vidya Balan)। হিন্দি, বাংলা দুই ভাষাতেই দাপটে অভিনয় করেছেন। মহিলানির্ভর চিত্রনাট্য নিয়ে ছবি করতে যেখানে ভয় পান পরিচালকরা, সেখানে বিদ্যা একাই নিজের কাঁধে তুলে ছবি টেনে নিয়ে গিয়েছেন। আর শুধু টেনে নিয়ে যাননি, তাঁর কল্যাণে বক্স অফিসে লক্ষ্মীলাভও কিছু কম হয়নি। যার প্রকৃষ্ট উদাহরণ হল দ্য ডার্টি পিকচার (The Dirty Picture) ও কাহানি (Kahaani)। সংগৃহীত ছবি।