Madhyamik 2025: মাধ্যমিকে ফল খারাপ হয়েছে? কঠিন সময়ে 'ঢাল' হয়ে দাঁড়ান সন্তানের, কীভাবে? জেনে নিন মনোবিদের পরামর্শ

Last Updated:
মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষাতেই যদি সন্তান ভাল ফল না করে সেক্ষেত্রে মুষড়ে পড়াটাই স্বাভাবিক।
1/7
 মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষাতেই যদি সন্তান ভাল ফল না করে সেক্ষেত্রে মুষড়ে পড়াটাই স্বাভাবিক। যেকোনও পরীক্ষায় সাফল্য যেমন আসতে পারে তেমনই ব্যর্থতাও আসতেও। সাফল্যে যেমন আনন্দ স্বাভাবিক তেমনই ব্যর্থতায় আসতে পারে হতাশা। আর সেই হতাশা গ্রাস করতে পারে আপনার সন্তানকেও।
মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা । আর সেই পরীক্ষাতেই যদি সন্তান ভাল ফল না করে সেক্ষেত্রে মুষড়ে পড়াটাই স্বাভাবিক। যেকোনও পরীক্ষায় সাফল্য যেমন আসতে পারে তেমনই ব্যর্থতাও আসতেও। সাফল্যে যেমন আনন্দ স্বাভাবিক তেমনই ব্যর্থতায় আসতে পারে হতাশা। আর সেই হতাশা গ্রাস করতে পারে আপনার সন্তানকেও।
advertisement
2/7
একইসঙ্গে জানা গিয়েছে ডালিমের স্ত্রী সন্তানসম্ভবা। তাঁর তার চিকিৎসার খরচ চালাতেও টাকা দরকার ছিল পুলিশকে জানিয়েছেন ডালিম। আর তাতেই নাকি বিভ্রান্ত হয়ে এই কীর্তি করে বসেছেন বলে দাবি ডালিমের। Representative Image
এই অবস্থায় কী করবেন? কীভাবে পাশে থাকবেন আপনার সন্তানের?এই প্রসঙ্গে মনোবিদ ডাঃ শিব কুমার জানাচ্ছেন, অসফল হওয়া মানেই ব্যর্থ হওয়া নয় এই কথাটা সন্তানকে বোঝান। কারণ, যদি আপনি এই সময় সন্তানের পাশে না দাঁড়ান তাহলে তা জীবনে ক্ষতের মতন হয়ে দাঁড়াতে পারে। এর ফলে সন্তানের মিথ্যা কথা বলা, পরীক্ষায় নকল করা-সহ বদ অভ্যাস আয়ত্ত করে নিতে পারে।
advertisement
3/7
প্রতীকী ছবি৷
দেখে নেওয়া যাক এই কঠিন সময়ে কোন কোন উপায়ে সন্তানের পাশে দাঁড়াবেনপাশের বাড়ির পড়ুয়া দারুণ ফলাফল করেছে। তবে তুমি পারলে না কেন ? সন্তানকে কখনও এই প্রশ্ন করবেন না। বরং তাকে বোঝান, মাধ্যমিকের ফলাফলই জীবনের সব কিছু স্থির করতে পারে না। আজ হয়তো ফল খারাপ হয়েছে ঠিকই। পরে আরও চেষ্টা করলে ফলাফল নিশ্চয়ই ভালো হবে।
advertisement
4/7
এই ঘটনা ঘটার পর হেনরির সঙ্গে সব সম্পর্ক ভেঙে ফেলেন মহিলা। দু'বছর কেটে যায়। এরপর আসে আরেকটা বড় চমক। আচমকাই এরকদিন মহিলার মেয়ে এসে তাঁকে জানান, হেনরি নাকি বদলে গিয়েছে, তাঁরা বিয়ে করছেন। মহিলা ভাবেন তিনি তাঁর মেয়েকে সবটা সত্যি জানাবেন। কিন্তু হেনরি তাঁকে হুমকি দেয় সব কথা গোপন রাখতে।
পরীক্ষায় খারাপ ফল হওয়ায় সন্তান অনেক সময়েই কান্নাকাটি করতে পারে। কেঁদে যদি সে হালকা হতে পারে, তবে তাকে কাঁদতে দিন।সন্তানকে কখনই একা করে দেবেন না। ওকে বোঝান জীবনের সাফল্য হোক কিংবা ব্যর্থতা প্রতি মুহূর্তে আপনি ওর পাশেই আছেন।
advertisement
5/7
জীবনধারণের জন্য কোনও না কোনও কাজ মানুষকে করতেই হয়৷ অনেক ক্ষেত্রেই আমরা কর্মক্ষেত্রে প্রবেশ তো করে ফেলি, কিন্তু সেই কাজ আমাদের জন্য নয়৷ এর ফলে কাজের জায়গায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা অনেক কমে যায়৷
জীবনে সাফল্য এবং ব্যর্থতা দুইই থাকে। তাই তাকে মনোবল হারাতে দেবেন না। ইতিবাচক কথা বলে তাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলুন।
advertisement
6/7
 সন্তানের মন চাঙ্গা করে তুলতে কিছু পরিকল্পনা করতে পারেন। আজ দুপুরে কিংবা রাতে তার পছন্দের কিছু রান্না করুন। প্রয়োজনে রেস্তরাঁয় খাওয়াতে নিয়ে যেতে পারেন। সন্তান ভালোবাসলে বাড়িতে একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন।
সন্তানের মন চাঙ্গা করে তুলতে কিছু পরিকল্পনা করতে পারেন। আজ দুপুরে কিংবা রাতে তার পছন্দের কিছু রান্না করুন। প্রয়োজনে রেস্তরাঁয় খাওয়াতে নিয়ে যেতে পারেন। সন্তান ভালোবাসলে বাড়িতে একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন।
advertisement
7/7
 এই কঠিন সময় 'ব্যর্থ' সন্তানকে বুকে আগলে রাখুন। তাতেই দেখবেন আজকের ব্যর্থতা আর আপনার পাশে থাকা থেকে শিক্ষা নিয়ে সে একদিন সফল হবেই।
এই কঠিন সময় 'ব্যর্থ' সন্তানকে বুকে আগলে রাখুন। তাতেই দেখবেন আজকের ব্যর্থতা আর আপনার পাশে থাকা থেকে শিক্ষা নিয়ে সে একদিন সফল হবেই।
advertisement
advertisement
advertisement