Long Covid infection : পেটে ব্যথা, গ্যাস? চুল পড়ে যাচ্ছে? করোনা লং কোভিডের আকার নিয়ে নিঃশব্দে ঘাতক হয়ে উঠছে
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Long Covid infection : করোনা আক্রান্ত হওয়ার সময়ে বা পরেও যদি এই উপসর্গগুলি দেখেন তাহলে বুঝবেন লং কোভিডে আপনি আক্রান্ত।
ফের বাড়ন্ত করোনা। নতুন করে করোনা চোখ রাঙানোয় বেশ উদ্বেগ বেড়েছে। তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে লং কোভিড। শুধু শ্বাসযন্ত্র নয়। শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরেও খুব খারাপ প্রভাব ফেলে লং কোভিড। কিন্তু আপনি লং কোভিডে আক্রান্ত কি না তা বুঝতেই অনেকটা সময় লেগে যায়। করোনা আক্রান্ত হওয়ার সময়ে বা পরেও যদি এই উপসর্গগুলি দেখেন তাহলে বুঝবেন লং কোভিডে আপনি আক্রান্ত।
advertisement
advertisement
হার্টের উপরে করোনা খুব খারাপ প্রভাব ফেলে। যেমন করোনার সময়ে অক্সিজেনের অভাব হলে হার্টের স্বাস্থ্য খারাপ হয়। কোভিড রোগীদের মধ্যে দেখা যাচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দনের মতো উপসর্গ। করোনা আক্রান্ত থাকাকালীন খুব দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই তাই সাবধান হোন। এই উপসর্গটি থেকে যেতে পারে এবং লং কোভিডের আকার নেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement