Long Covid infection : পেটে ব্যথা, গ্যাস? চুল পড়ে যাচ্ছে? করোনা লং কোভিডের আকার নিয়ে নিঃশব্দে ঘাতক হয়ে উঠছে

Last Updated:
Long Covid infection : করোনা আক্রান্ত হওয়ার সময়ে বা পরেও যদি এই উপসর্গগুলি দেখেন তাহলে বুঝবেন লং কোভিডে আপনি আক্রান্ত।
1/9
ফের বাড়ন্ত করোনা। নতুন করে করোনা চোখ রাঙানোয় বেশ উদ্বেগ বেড়েছে। তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে লং কোভিড। শুধু শ্বাসযন্ত্র নয়। শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরেও খুব খারাপ প্রভাব ফেলে লং কোভিড। কিন্তু আপনি লং কোভিডে আক্রান্ত কি না তা বুঝতেই অনেকটা সময় লেগে যায়। করোনা আক্রান্ত হওয়ার সময়ে বা পরেও যদি এই উপসর্গগুলি দেখেন তাহলে বুঝবেন লং কোভিডে আপনি আক্রান্ত।
ফের বাড়ন্ত করোনা। নতুন করে করোনা চোখ রাঙানোয় বেশ উদ্বেগ বেড়েছে। তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে লং কোভিড। শুধু শ্বাসযন্ত্র নয়। শরীরে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের উপরেও খুব খারাপ প্রভাব ফেলে লং কোভিড। কিন্তু আপনি লং কোভিডে আক্রান্ত কি না তা বুঝতেই অনেকটা সময় লেগে যায়। করোনা আক্রান্ত হওয়ার সময়ে বা পরেও যদি এই উপসর্গগুলি দেখেন তাহলে বুঝবেন লং কোভিডে আপনি আক্রান্ত।
advertisement
2/9
করোনার সময়ে বা করোনার পরেও বুকে ব্যথা হচ্ছে অনেকের। কোভিড থেকে সেরে ওঠার সময়েও অনেকের বুকে ব্যথা হওয়ার অভিজ্ঞতা আছে। এবং সেটি প্রায় কয়েক মাস ধরে থাকছে। তাই করোনার সময়ে তাই বুকে ব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। এই উপসর্গটি থেকে যায়।
করোনার সময়ে বা করোনার পরেও বুকে ব্যথা হচ্ছে অনেকের। কোভিড থেকে সেরে ওঠার সময়েও অনেকের বুকে ব্যথা হওয়ার অভিজ্ঞতা আছে। এবং সেটি প্রায় কয়েক মাস ধরে থাকছে। তাই করোনার সময়ে তাই বুকে ব্যথা হলেই চিকিৎসকের পরামর্শ নিন। এই উপসর্গটি থেকে যায়।
advertisement
3/9
হার্টের উপরে করোনা খুব খারাপ প্রভাব ফেলে। যেমন করোনার সময়ে অক্সিজেনের অভাব হলে হার্টের স্বাস্থ্য খারাপ হয়। কোভিড রোগীদের মধ্যে দেখা যাচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দনের মতো উপসর্গ। করোনা আক্রান্ত থাকাকালীন খুব দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই তাই সাবধান হোন। এই উপসর্গটি থেকে যেতে পারে এবং লং কোভিডের আকার নেয়।
হার্টের উপরে করোনা খুব খারাপ প্রভাব ফেলে। যেমন করোনার সময়ে অক্সিজেনের অভাব হলে হার্টের স্বাস্থ্য খারাপ হয়। কোভিড রোগীদের মধ্যে দেখা যাচ্ছে, অনিয়মিত হৃদস্পন্দনের মতো উপসর্গ। করোনা আক্রান্ত থাকাকালীন খুব দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই তাই সাবধান হোন। এই উপসর্গটি থেকে যেতে পারে এবং লং কোভিডের আকার নেয়।
advertisement
4/9
চোখ লাল হওয়া কোভিড রোগীদের একটি লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা থাকাকালীন চোখ লাল হচ্ছে অনেকেরই অথবা চোখে নানা অস্বস্তি দেখা যাচ্ছে। এই উপসর্গ পরেও দেখা যাচ্ছে যা লং কোভিডের লক্ষণ।
চোখ লাল হওয়া কোভিড রোগীদের একটি লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা থাকাকালীন চোখ লাল হচ্ছে অনেকেরই অথবা চোখে নানা অস্বস্তি দেখা যাচ্ছে। এই উপসর্গ পরেও দেখা যাচ্ছে যা লং কোভিডের লক্ষণ।
advertisement
5/9
জানেন কি ফুসফুসে ইনফেকশন হলে ত্বকে র‍্যাশ হতে পারে? কোভিডের সময়ে বা কোভিড থেকে সেরে ওঠার পরেও অনেকের ত্বকে র‍্যাশ বেরোচ্ছে। ত্বকের রংও বদলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তাই এটি সামান্য উপসর্গ বলে এড়িয়ে যাবেন না। ত্বকে র‍্যাশ শরীরের অন্যান্য অংশও খারাপ করে দিতে পারে।
জানেন কি ফুসফুসে ইনফেকশন হলে ত্বকে র‍্যাশ হতে পারে? কোভিডের সময়ে বা কোভিড থেকে সেরে ওঠার পরেও অনেকের ত্বকে র‍্যাশ বেরোচ্ছে। ত্বকের রংও বদলে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তাই এটি সামান্য উপসর্গ বলে এড়িয়ে যাবেন না। ত্বকে র‍্যাশ শরীরের অন্যান্য অংশও খারাপ করে দিতে পারে।
advertisement
6/9
করোনার একটি লক্ষণ পায়ের পাতায় ও নখেও দেখা যায়। হঠাৎ কোনও অংশ ফুলে উঠতে পারে। এটির জন্যও চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সেরে যাওয়ার পরেও এই উপসর্গ দেখা যাচ্ছে।
করোনার একটি লক্ষণ পায়ের পাতায় ও নখেও দেখা যায়। হঠাৎ কোনও অংশ ফুলে উঠতে পারে। এটির জন্যও চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সেরে যাওয়ার পরেও এই উপসর্গ দেখা যাচ্ছে।
advertisement
7/9
করোনায় পেটের উপরেও প্রভাব পড়ে। বদ হজম, পেট গুড়গুড়, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা ইত্যাদি উপসর্গ যদি আপনাকে ভোগায় করোনার সময়ে সতর্ক হোন। কারণ এই উপসর্গগুলি পরেও আপনাকে ভোগাতে পারে।
করোনায় পেটের উপরেও প্রভাব পড়ে। বদ হজম, পেট গুড়গুড়, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা ইত্যাদি উপসর্গ যদি আপনাকে ভোগায় করোনার সময়ে সতর্ক হোন। কারণ এই উপসর্গগুলি পরেও আপনাকে ভোগাতে পারে।
advertisement
8/9
প্রচুর চুল ওঠে করোনা হলে। জ্বরের পরে চুল ওঠা একটি সাধারণ উপসর্গ। কিন্তু কোভিডের পরে এটি হতেই থাকছে অনেকের যা লং কোভিডের অন্যতম একটি লক্ষণ।
প্রচুর চুল ওঠে করোনা হলে। জ্বরের পরে চুল ওঠা একটি সাধারণ উপসর্গ। কিন্তু কোভিডের পরে এটি হতেই থাকছে অনেকের যা লং কোভিডের অন্যতম একটি লক্ষণ।
advertisement
9/9
করোনায় অনেকেরই স্বাদ ও গন্ধ চলে গিয়েছিল। দেখা গিয়েছে করোনা সেরে যাওয়ার পরেও ফিরে আসেনি স্বাদ গন্ধের ক্ষমতা।
করোনায় অনেকেরই স্বাদ ও গন্ধ চলে গিয়েছিল। দেখা গিয়েছে করোনা সেরে যাওয়ার পরেও ফিরে আসেনি স্বাদ গন্ধের ক্ষমতা।
advertisement
advertisement
advertisement