Lizard or Tiktiki Repellent: টিকটিকির জ্বালায় বিরক্ত? ঘর, বারান্দা বা দরজায় রাখুন শুধু ২-১টি পাতা! লেজ গুটিয়ে পালাবে ঘর-রান্নাঘরের সব টিকটিকি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lizard or Tiktiki Repellent: ঘরে টিকটিকি দেখলে প্রায় সকলেই কম-বেশি ভয় পায়। ঘরে টিকটিকি দেখা শুভ বলে মনে করেন। কিন্তু অনেকেই টিকটিকি একেবারেই পছন্দ করেন না। বাড়িতে টিকটিকির বাড়বাড়ন্ত শুরু হলে জেনে নিন এই ঘরোয়া প্রতিকারটি, খরচও প্রায় নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*গাঁদা ফুলঃ টিকটিকি তাড়ানোর জন্যও গাঁদা গাছ নানাভাবে উপকারী। টিকটিকি গাঁদা গাছের কড়া গন্ধ থেকে দূরে থাকে। আপনি এই গাছগুলি প্রবেশদ্বার, জানালার পাশাপাশি বাগানে রাখতে পারেন। নার্সারিতে এই গাছ সহজেই পাওয়া যায়। সুতরাং, আপনি যদি ঘরে টিকটিকি আসা নিয়ে নাজেহাল হয়ে পড়েন, তবে এই গাছটি আপনার পক্ষে সহায়ক হতে পারে। আপনি সহজেই নার্সারিতে এই গাছ খুঁজে পেতে পারেন। (বিঃদ্রঃ এই তথ্যটি সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে। কোনও প্রতিকারের চেষ্টা করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা প্রয়োজন। বাংলা নিউজ ১৮-এই তথ্য নিশ্চিত করে না।)