Lipstick Hacks: সেলেবদের মতো ঠোঁট চাই? লিপস্টিক ব্যবহারের এই কৌশল জানুন! সার্জারি ছাড়াই ঠোঁট হবে পাউটি

Last Updated:
Lipstick Hacks: পাউটি ঠোঁট চাই? কোনও সার্জারি ছাড়াই মনের মতো ঠোঁট পেতে হলে জানতে হবে এই কৌশল! এবার আপনাকেও দেখাবে সেলেবদের মতো
1/7
লিপস্টিক ছাড়া সাজ যেন ঠিক জমে না! তবে ঠোঁটে লিপস্টিক লাগাবার আগে কয়েকটি জিনিস অবশ্যই করতে হবে! না হলে কিন্তু ঠোঁট দেখাবে ফাটা। সবার আগে ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না!
লিপস্টিক ছাড়া সাজ যেন ঠিক জমে না! তবে ঠোঁটে লিপস্টিক লাগাবার আগে কয়েকটি জিনিস অবশ্যই করতে হবে! না হলে কিন্তু ঠোঁট দেখাবে ফাটা। সবার আগে ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না!
advertisement
2/7
 আমাদের ঠোঁটের রঙ কিন্তু ভিন্ন ভিন্ন হয়! কারো আবার ঠোঁট খুব কালো হয়! তাই সবার আগে ঠোঁটে কনসিলর লাগাতে হবে!কনসিলর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন!
আমাদের ঠোঁটের রঙ কিন্তু ভিন্ন ভিন্ন হয়! কারো আবার ঠোঁট খুব কালো হয়! তাই সবার আগে ঠোঁটে কনসিলর লাগাতে হবে!কনসিলর লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন!
advertisement
3/7
লিপ লাইনার কিন্তু মাস্ট! লিপস্টিক পরার আগে ভাল করে লিপ লাইনার দিয়ে নিজের ঠোঁট আঁকুন! এতে আপনি ইচ্ছে মতো ঠোঁটের আকার ছোট বা বড় করতে পারবেন!
লিপ লাইনার কিন্তু মাস্ট! লিপস্টিক পরার আগে ভাল করে লিপ লাইনার দিয়ে নিজের ঠোঁট আঁকুন! এতে আপনি ইচ্ছে মতো ঠোঁটের আকার ছোট বা বড় করতে পারবেন!
advertisement
4/7
অনেক সময় লিপস্টিক পরার পর কম সময়েই তা উঠে যায়! তাই লিপস্টিক লাগানোর পর একটি ট্যিসু পেপার ভাঁজ করে তাতে কিছুটা পাওডার লাগিয়ে দুই ঠোঁট দিয়ে চেপে ধরুন ট্যিসুটা। যাতে পাওডার ভাল করে ঠোঁটে লাগে। এতে করে আর উঠে যাবে না লিপস্টিক! সেই সঙ্গে পাবেন ম্যাট লুক!
অনেক সময় লিপস্টিক পরার পর কম সময়েই তা উঠে যায়! তাই লিপস্টিক লাগানোর পর একটি ট্যিসু পেপার ভাঁজ করে তাতে কিছুটা পাওডার লাগিয়ে দুই ঠোঁট দিয়ে চেপে ধরুন ট্যিসুটা। যাতে পাওডার ভাল করে ঠোঁটে লাগে। এতে করে আর উঠে যাবে না লিপস্টিক! সেই সঙ্গে পাবেন ম্যাট লুক!
advertisement
5/7
লিপস্টিক লাগানোর সময় এই কৌশল অবশ্যই জানুন। পুরো ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের মাঝখানে লিপস্টিক দিয়ে ভাল করে আঙুল দিয়ে সেটাকে স্মাজ করে নিন! এতে দারুণ লুক আসবে!
লিপস্টিক লাগানোর সময় এই কৌশল অবশ্যই জানুন। পুরো ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ঠোঁটের মাঝখানে লিপস্টিক দিয়ে ভাল করে আঙুল দিয়ে সেটাকে স্মাজ করে নিন! এতে দারুণ লুক আসবে!
advertisement
6/7
লিপস্টিক তোলার জন্য কখনও মেক-আপ রিমুভার ব্যবহার করবেন না! এতে ঠোঁট খারাপ হবে! বরং সামান্য নারকেল তেল বা বাদাম তেল তুলোয় লাগিয়ে লিপস্টিক তুলুন!
লিপস্টিক তোলার জন্য কখনও মেক-আপ রিমুভার ব্যবহার করবেন না! এতে ঠোঁট খারাপ হবে! বরং সামান্য নারকেল তেল বা বাদাম তেল তুলোয় লাগিয়ে লিপস্টিক তুলুন!
advertisement
7/7
সার্জারি ছাড়াই আপনি নিজের ঠোঁট বড় করতে পারবেন। তার জন্য আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকুন। ঠোঁটের বাইরের দিকটা ইচ্ছে মতো লাইনার দিয়ে বড় করুন। এর পর হালকা শেডের লিপস্টিক ব্যবহার করুন। ন্যাচরালি আপনার ঠোঁট সুন্দর, পাফি দেখাবে!
সার্জারি ছাড়াই আপনি নিজের ঠোঁট বড় করতে পারবেন। তার জন্য আগে লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকুন। ঠোঁটের বাইরের দিকটা ইচ্ছে মতো লাইনার দিয়ে বড় করুন। এর পর হালকা শেডের লিপস্টিক ব্যবহার করুন। ন্যাচরালি আপনার ঠোঁট সুন্দর, পাফি দেখাবে!
advertisement
advertisement
advertisement