Life Hacks: সোনার গয়না কেনার পর তা ভাল রাখবেন কীভাবে? কিছু উপায় মানলেই ঠিক থাকবে আপনার কাঞ্চন সম্পদ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সোনার গয়নার দাম দিন প্রতি দিন বেড়েই চলেছে। সোনার দাম এখন ৮০ হাজার টাকাও পেরিয়ে গিয়েছে। বাজারের অবস্থা যাইহোক না কেন মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত প্রত্যেকেই আস্থা রাখেন সোনার উপরেই।
advertisement
advertisement
advertisement
আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখুনআর্দ্রতায় সোনার উজ্জ্বলতা কমে যেতে পারে। তাই স্যাঁতস্যাঁতে জায়গায় কখনই সোনা রাখবেন না। শুষ্ক জায়গায় সোনা রাখবেন। কারণ সোনা শুষ্ক জায়গায় ভাল থাকে। সোনা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকলে ক্রমে ক্রমে সোনার জৌলুস কমে আসে। আর্দ্রতা থেকে বাঁচাতে সিলিকা জেলের প্যাকেটেও সোনা রাখতে পারেন। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement