Snake Blood: সাপ শব্দটা শুনলেই শিউড়ে ওঠেন, সেই সাপের রক্তই খেয়ে নেয় চিনারা, ধরা থাকে যৌবন, সত্যিটা রইল এখানে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Snake Blood: সাপের রক্ত পান করলে মারা যায় না। কারই সাপের রক্তে কোন বিষ মিশ্রিত থাকে না৷
: স আর প সঙ্গে আকার - এই বর্ণগুলি পাশাপাশি বসে উচ্চারিত হলেই আতঙ্কের শিহরণ বয়ে যায়৷ এই পৃথিবীতে বিভিন্ন রকমের বিষাক্ত প্রাণী আছে, যাদের অন্যতম বিষাক্ত প্রাণী সাপ। কিং কোবরা বা ক্রেটের মতো অনেক সাপ আছে, যাদের কামড় কয়েক মিনিটের মধ্যে মৃত্যু পর্যন্ত হয়। কিন্তু জানেন কি যে বিশ্বের অনেক জায়গায় মানুষ সাপের রক্ত পান করে এমনকি মাতাল হওয়ার জন্য সাপের কামড় বা স্নেক বাইটও নেয়! পাশাপাশি অনেক ওষুধ তৈরিতে সাপের বিষও ব্যবহার করা হয়।
advertisement
কেন সাপের রক্ত পান করা হয়?পৃথিবীর অনেক দেশেই মানুষ সাপের রক্ত পান করে। চিন, ভিয়েতনাম, হংকং, ইন্দোনেশিয়ার মতো অনেক দেশে স্নেক ওয়াইন খুব বিখ্যাত। চিনারা বিশ্বাস করে যে সাপের রক্তে এমন পদার্থ রয়েছে যা যৌন ক্ষমতা বাড়ায়। এছাড়াও বিশ্বাস করা হয় এটি ত্বক ভাল রাখার জন্য এবং তারুণ্য ধরে রাখে। সাপ দিয়ে চর্মরোগের চিকিৎসার ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। এর প্রথম উল্লেখ পাওয়া যায় ১০০ খ্রীষ্টপূর্বাব্দে৷
advertisement
advertisement
advertisement
এই বিষয়ে বিজ্ঞান কি বলে?নিউ সায়েন্টিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাপের রক্তে ফ্যাটি অ্যাসিডের মতো অনেক কিছু পদার্থ উপস্থিত থাকে, যা হার্টের জন্য ভাল। বিজ্ঞানীরা যখন সাপের রক্তের প্লাজমা ইঁদুরের মধ্যে প্রতিস্থাপিত করা হয়, তখন তার হৃৎপিন্ড আগের চেয়ে ভাল কাজ করত৷ তবে, প্লাজমা স্থানান্তর পদ্ধতি মানুষের ওপরও কার্যকর হবে কিনা তার উত্তর এখনও বিজ্ঞানীরা দিতে পারেননি৷
advertisement
সাপের রক্ত খেলে মরে না!সাপের রক্ত পান করলে মারা যায় না। কারই সাপের রক্তে কোন বিষ মিশ্রিত থাকে না৷ সাপ তাদের বিষ তাদের শরীরের একটি বিশেষ অংশে জমা করে রাখে, যাকে গ্রন্থি বলে। এই গ্রন্থি থেকেই বিষ কখনই শরীরের মধ্যে মিশে যায় না৷ ফলে সাপের বিষ রক্ত থেকে আলাদা থাকে৷ সাপ যখন কাউকে ছোবল মারে তার গ্রন্থি দাঁত দিয়ে বিষ নিঃসরণ করে এবং সেই বিষ ছোবল মারা ব্যক্তির রক্তে মিশে যায়৷
advertisement
নেশা করার সময় সাপের বিষ ব্যবহার হয়রেভ পার্টিতে, নেশার জন্য সাপের বিষ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাম্প্রতিক সময়ে ভারতেও এই প্রবণতা বেড়েছে। কিছুদিন আগে নয়ডাতেও এমন একটি রেভ পার্টি তোলপাড় হয়েছিল। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, কোবরা বা অন্য কোনও বিষাক্ত সাপের মাধ্যমে ওষুধ সেবনকারীরা হাত বা শরীরের অন্য কোনো অংশে খুব হালকাভাবে সাপের ছোবল নেয়৷
advertisement
advertisement
ওষুধে ব্যবহার করুনঅনেক ধরনের ওষুধেও সাপের বিষ ব্যবহার করা হয়। বিশেষ করে হার্ট অ্যাটাক, ক্যান্সার এবং রক্তজনিত রোগের ওষুধে সাপের বিষ নিয়ন্ত্রিত পরিমাণে ব্যবহার করা হয়। বিজ্ঞানীল রিসার্চ করে জানিয়েছেন উচ্চ রক্তচাপের চিকিৎসায় প্রথমবারের মতো সাপের বিষ ব্যবহার করা হয়েছিল। এছাড়াও একাধিক রোগের চিকিৎসায় সাপের বিষ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়৷