Knowledge Story: এক পয়সাও খরচ হবে না, বেড়াতে গিয়ে ভারতের এই জায়গাগুলিতে আপনি বিনামূল্যে থাকতে পারবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
খরচা হবে না এক টাকাও ! ভারতের এই জায়গাগুলিতে আপনি সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন
বেড়াতে গিয়ে বিশাল টাকা খরচ হয়ে যায় থাকার জায়গার পিছনে! দিনে দিনে লাফিয়ে-লাফিয়ে বাড়ছে হোটেল-রিসর্টের ভাড়া। কিন্তু আমাদের দেশেই এমন কিছু জায়গা আছে যেখানে থাকতে এক পয়সাও খরচ হবে না। বেড়াতে যাবার আগে আমাদের দেশেই এমন কিছু জায়গার হদিশ জেনে রাখুন, যেখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারবেন। দেখে নিন সেই তালিকা--
advertisement
উত্তরাখণ্ড-এর গোবিন্দ ঘাট গুরুদ্বার-- যদি হেমকুন্ড সাহিব পরিদর্শন করতে চান বা ফুলের উপত্যকায় ট্রেকিং করতে চান, তা হলে সম্পূর্ণ বিনামূল্যে থাকতে পারেন অলকানন্দা নদীর তীরে অবস্থিত এই গুরুদ্বারে। েটি চামোলি জেলায়। গুরুদ্বারে মিলবে বিনামূল্যে খাবার-ও।
advertisement
গুজরাত-এর দ্বারকার গুরুদ্বার ভাই মোহকাম সিং জি-- এই গুরুদ্বারে সম্পূর্ণ বিনামূল্যে থাকা যায়। গুরুদ্বার থেকে পাওয়া যায় বিনামূল্যে খাবার-ও।
advertisement
ঋষিকেশ-এর গীতা ভবন--গঙ্গা নদীর তীরে অবস্থিত এই গীতা ভবনে পর্যটক এবং তীর্থযাত্রীদের থাকার জন্য প্রায় এক হাজারটি ঘর রয়েছে। এখানে বিনামূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে।
advertisement
কেরল-এর আনন্দাশ্রম-- এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা যায়। কেউ চাইলে এই আশ্রমে স্বেচ্ছাসেবী কাজেও নিজেকে নিযুক্ত করতে পারেন।
advertisement
হিমাচল প্রদেশ-এর মণিকরণ সাহেব গুরুদ্বার-- হিমাচল প্রদেশ ঘুরতে গেলে থাকতে পারেন মণিকরণ সাহেব গুরুদ্বার-এ। এখানে পর্যটকদের জন্য বিনামূল্যে থাকা, খাওয়া ও পার্কিং-এর ব্যবস্থা রয়েছে।
advertisement