Green Peas: বাসে ট্রেনে রোজ কিনে খাচ্ছেন সবুজ মটর! তা আদতে বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি! ঠিক কতটা বিপদ? জেনে নিন
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
Green Peas : বাস বা ট্রেনে ভ্রমণের সময়, প্রায়ই রাস্তায় বিক্রেতাদের বিভিন্ন সবুজ বোতল বিক্রি করতে দেখা যায়। অনেকেই মনে করেন, তারা আসলে সবুজ মটর বিক্রি করছে। কিন্তু কখনও ভেবেছেন, আসলে তারা কী বিক্রি করছে? এক তদন্তে চমকপ্রদ সত্যটি সামনে এসেছে।
advertisement
advertisement
advertisement
ধরা যাক, যদি একজন বিক্রেতা দিনে ২ কেজি সবুজ মটর বিক্রি করেন, তাহলে ১০০ জন বিক্রেতা মিলিয়ে মোট ২০০ কেজি মটর বিক্রি হচ্ছে। এতে সহজেই অনুমান করা যায়, কলকাতা ও আশপাশের বাজারে প্রতিদিন শত শত কেজি রং করা সবুজ মটর বিক্রি হচ্ছে! আর ওই মটরের যে সবুজ রং দেখা যায়, তা আসলে খাবারের উপযোগী রং নয়, বরং ইন্ডাস্ট্রিয়াল ডাই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই রং করা মটরই বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা খাচ্ছে।
advertisement
এ বিষয়ে এক বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর বলেন, “আসল সবুজ মটরে প্রচুর পরিমাণে আয়রন, নাইট্রোজেন, ফোলেট এবং ভিটামিন A, K ও C থাকে। এতে থাকা প্রোটিন ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের শক্তি বাড়ায়। কিন্তু রং করা মটর খেলে হজমজনিত সমস্যা হতে পারে।” তিনি আরও বলেন, এতে পেট খারাপ হওয়ার আশঙ্কা থাকে। এই ধরনের কৃত্রিম রং জেনেটিক অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা থেকে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।
advertisement






