Kitchen Hacks: রেখে দিলেই শক্ত হয়ে যাচ্ছে পিঠে? ছোট্ট এই ঘরোয়া টোটকায় মিলবে নরম পিঠেপুলি

Last Updated:
Kitchen Hacks: সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা। তাই কীভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক।
1/6
শীতকাল মানেই পিঠে। আর পিঠে বানানো যথেষ্ট পরিশ্রমের কাজ। তাই একবারে সবাই একবারে অনেকগুলো বানিয়ে রাখে।
শীতকাল মানেই পিঠে। আর পিঠে বানানো যথেষ্ট পরিশ্রমের কাজ। তাই একবারে সবাই একবারে অনেকগুলো বানিয়ে রাখে।
advertisement
2/6
কিন্তু সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা। তাই কীভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক।
কিন্তু সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা। তাই কীভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক।
advertisement
3/6
১. ভাপা পিঠে যেভাবে স্টোর করবেনঃভাপা পিঠা বানানোর পর ঠাণ্ডা করে বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর যখন খাওয়ার ইচ্ছে হবে মিনিট দশেক আগে বের করে রাখতে হবে। এবার একটা রাইস কুকার বা প্রেশার কুকারে কাপড় প্যাচিয়ে দিয়ে পিঠে ভাঁপে বসিয়ে দিন। তেমন কিছু না থাকলে পাত্রে জল দিয়ে উপরে পিঠের বাটি রেখে ভাপ দিতে পারেন। এটি ৫-৬ মিনিটের জন্য করবেন। আপনার ভাপা পিঠাও একদম আগের মত খেতে লাগবে।
১. ভাপা পিঠে যেভাবে স্টোর করবেনঃভাপা পিঠা বানানোর পর ঠাণ্ডা করে বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর যখন খাওয়ার ইচ্ছে হবে মিনিট দশেক আগে বের করে রাখতে হবে। এবার একটা রাইস কুকার বা প্রেশার কুকারে কাপড় প্যাচিয়ে দিয়ে পিঠে ভাঁপে বসিয়ে দিন। তেমন কিছু না থাকলে পাত্রে জল দিয়ে উপরে পিঠের বাটি রেখে ভাপ দিতে পারেন। এটি ৫-৬ মিনিটের জন্য করবেন। আপনার ভাপা পিঠাও একদম আগের মত খেতে লাগবে।
advertisement
4/6
২. তেলের পিঠে সংরক্ষণঃতেলের পিঠা সংরক্ষণ করা খুবই সহজ। তেলের পিঠা বানিয়ে টিস্যু পেপারে রেখে ঠাণ্ডা করে বক্সে করে ফ্রিজে রাখুন। 
নর্মাল গ্যাসে প্যান বসিয়ে এগুলোকে ফ্রিজ থেকে বের করার মিনিট ১০ পরে গরম করে খেতে পারবেন। তাই এবার থেকে তিলের পিঠা বানালে একবারে অনেকটা বানিয়ে রেখে দিন।
২. তেলের পিঠে সংরক্ষণঃতেলের পিঠা সংরক্ষণ করা খুবই সহজ। তেলের পিঠা বানিয়ে টিস্যু পেপারে রেখে ঠাণ্ডা করে বক্সে করে ফ্রিজে রাখুন। নর্মাল গ্যাসে প্যান বসিয়ে এগুলোকে ফ্রিজ থেকে বের করার মিনিট ১০ পরে গরম করে খেতে পারবেন। তাই এবার থেকে তিলের পিঠা বানালে একবারে অনেকটা বানিয়ে রেখে দিন।
advertisement
5/6
৩. চিতই পিঠে সংরক্ষণঃবানিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। চিতই পিঠে নরম করতে হলে এটি ভাপে বসিয়ে গরম করুন। তবে অনেকেই আছেন যারা এই পিঠার নিচের দিকটা শক্ত রাখতে চাইলে চিতই পিঠে গ্রিলে বসিয়ে কিছুক্ষণ এপিঠ ওপিঠ সেঁকে নিলেই হবে। একদম তাজা বানানো পিঠা বলে মনে হবে। চাইলে চিতই পিঠা ডিপ ফ্রিজে রেখে দিয়েও সংরক্ষণ করতে পারেন।
৩. চিতই পিঠে সংরক্ষণঃবানিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। চিতই পিঠে নরম করতে হলে এটি ভাপে বসিয়ে গরম করুন। তবে অনেকেই আছেন যারা এই পিঠার নিচের দিকটা শক্ত রাখতে চাইলে চিতই পিঠে গ্রিলে বসিয়ে কিছুক্ষণ এপিঠ ওপিঠ সেঁকে নিলেই হবে। একদম তাজা বানানো পিঠা বলে মনে হবে। চাইলে চিতই পিঠা ডিপ ফ্রিজে রেখে দিয়েও সংরক্ষণ করতে পারেন।
advertisement
6/6
৪. সেদ্ধ পিঠেঃসেদ্ধ পুলি-পিঠা বানানোর পর তা ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। সেদ্ধ পুলি-পিঠা নরম করতে ভাপে গরম করুন। এই ভাবে পুলি-পিঠা দ্রুত তাজা করা যায়।
৪. সেদ্ধ পিঠেঃসেদ্ধ পুলি-পিঠা বানানোর পর তা ঠাণ্ডা করে ফ্রিজে রেখে দিন। সেদ্ধ পুলি-পিঠা নরম করতে ভাপে গরম করুন। এই ভাবে পুলি-পিঠা দ্রুত তাজা করা যায়।
advertisement
advertisement
advertisement