Curdled milk: দুধ কেটে গিয়েছে? শুধু ছানা নয়, এই ৪ উপায়ে কাজে লাগান, আগে জানতেন না ‘গ‍্যারান্টি’

Last Updated:
Kitchen Hacks: দুধ গরম করতে যাওয়ার সময় তা কেটে যায়। এই কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি করেন গৃহিনীরা। তবে শুধু ছানা নয় কেটে যাওয়া দুধ আরও বিভিন্ন কাজে ব‍্যবহার করা যায়।
1/5
গরম করতে গিয়ে অনেক সময় দুধ কেটে যায়। সেই কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি হয়। কিন্তু ছানা বাদেও বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এই দুধ, জানালেন গৃহিণী ঝুমকি সাহা।
গরম করতে গিয়ে অনেক সময় দুধ কেটে যায়। সেই কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি হয়। কিন্তু ছানা বাদেও বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে এই দুধ, জানালেন গৃহিণী ঝুমকি সাহা।
advertisement
2/5
যারা কেক তৈরি করে থাকেন, তারা এই কেটে যাওয়া দুধ দিয়ে তা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে ডিম বা মাখনের দরকার পড়ে না।
যারা কেক তৈরি করে থাকেন, তারা এই কেটে যাওয়া দুধ দিয়ে তা তৈরি করতে পারবেন। এক্ষেত্রে ডিম বা মাখনের দরকার পড়ে না।
advertisement
3/5
গৃহিণী ঝুমকি সাহা জানালেন রূপচর্চার ক্ষেত্রেও এই কেটে যাওয়া দুধ জরুরী। এই কেটে যাওয়া দুধকে ঠান্ডা করে রেখে তা তুলো দিয়ে মুখে ঘষলে ক্লিনজারের কাজ করে।
গৃহিণী ঝুমকি সাহা জানালেন রূপচর্চার ক্ষেত্রেও এই কেটে যাওয়া দুধ জরুরী। এই কেটে যাওয়া দুধকে ঠান্ডা করে রেখে তা তুলো দিয়ে মুখে ঘষলে ক্লিনজারের কাজ করে।
advertisement
4/5
গাছের চর্চাতেও এই দুধ ভাল ফল দেয়। কেটে যাওয়া দুধ গাছের গোড়ায় দিলে তা সার হিসেবে কাজ করে।
গাছের চর্চাতেও এই দুধ ভাল ফল দেয়। কেটে যাওয়া দুধ গাছের গোড়ায় দিলে তা সার হিসেবে কাজ করে।
advertisement
5/5
গৃহিনী ঝুমকি সাহা জানালেন,
গৃহিনী ঝুমকি সাহা জানালেন, "কাঠের আসবাবপত্র থেকে জৌলুস হারিয়ে গেলে, কেটে যাওয়া দুধে পরিস্কার কাপড় চুবিয়ে তা দিয়ে মুছে নিলে ঝকঝকে হয় ঘরের আসবাবপত্র।" (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
advertisement
advertisement
advertisement