Weekend Tourism Near Kolkata: দীপান্বিতা অমাবস্যার ছুটিতে এক ঢিলে দুই পাখি, পুজো দিয়ে প্রকৃতির কোলে সময় কাটান পরিবারের সঙ্গে
- Reported by:Rintu Panja
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
ছুটি পেলেই বেরিয়ে পড়েন পরিবার সঙ্গে। তাহলে এই দীপান্বিতা অমাবস্যায় চলে আসুন এখানে, পাবেন এক ঢিলে দুই পাখি।
advertisement
advertisement
advertisement
কিভাবে যাবেন তাহলে এই জায়গায়? কলকাতা থেকে ট্রেনে করে আসানসোল আসতে হবে মাত্র তিন ঘণ্টা রাস্তা। এরপরে আসানসোল স্টেশন থেকে আপনি সরাসরি বাস পেয়ে যাবেন মাইথন যাওয়ার। মাইথন যাওয়ার রাস্তায় কল্যাণেশ্বরী মন্দির। এরপরে কল্যানেশ্বরী মন্দিরের নেমে যাবেন নেমে গিয়ে সেখানে পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে পুজো দিতে পারবেন। পুজো দেওয়ার পরে মন্দিরটি সমগ্র ঘুরাঘুরির পরে ওখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন মাইথন যাওয়ার। (ছবি ও তথ্য : রিন্টু পাঁজা)
advertisement
advertisement








