Kalimpong Tourism: দাবাইখোলার জলে রয়েছে বিশেষ ওষধি গুণ! শরীর চাঙ্গা করতে একবার যান, ফুরফুরে মুডে ফিরবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
এখানে এলাচের বাগানে হাইকিং করা যায়, সরাসরি গাছ থেকে তাজা স্কোয়াশ সংগ্রহ করা যায়, এমনকি স্থানীয় ওষধি গাছপালা সম্পর্কেও জানা যায়।
advertisement
যাঁরা ‘গেলাম-দেখলাম-ফিরে এলাম’ ধাঁচের ভ্রমণের বদলে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলার মতো অভিজ্ঞতা খোঁজেন, তাঁদের জন্য পালাতোদে এক স্বর্গীয় আশ্রয়। এখানে এসে ফোন আর প্রযুক্তির দুনিয়া থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে রাখতে পারবেন। সবুজ পাহাড়ে হাঁটতে হাঁটতে পাখির ডাকে সকাল শুরু হবে, আর সন্ধ্যায় মিলবে অপূর্ব সূর্যাস্তের দৃশ্য।
advertisement
advertisement
advertisement
কাছের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ঝালং, পারেন ও বিন্দু ঘুরে নিলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হবে। যদি প্রকৃতির মাঝে কিছুদিন কাটিয়ে মানসিক প্রশান্তি খুঁজতে চান, পালাতোদে আপনার জন্য এক নিখুঁত স্থান। ব্যস্ত জীবন থেকে সাময়িক মুক্তি নিতে এখনই পরিকল্পনা করুন এই শান্ত পাহাড়ি গ্রামে ছুটি কাটানোর! তাই শান্তির খোঁজে পালাতোদে, প্রকৃতির মাঝে এক মনের অবকাশ তা কিন্তু বলাই যায়।