Healthy Lifestyle: ফুটবে যৌবন, সারে স্ত্রীরোগ! জঞ্জাল জলের এই লতার ‌অসীম গুণ, কীভাবে ব্যবহার করবেন? জানুন

Last Updated:
Healthy Lifestyle: দৃষ্টিনন্দন এই কচুরিপানা ও তার ফুল অবহেলায় পড়ে থাকলেও এর ঔষুধি উপকারিতা রয়েছে প্রচুর। সেদ্ধ, রান্না কিংবা রস যেকোন ভাবেই খাওয়া যায় এই জলজ উদ্ভিদ।
1/7
*গ্রাম বাংলার অতি পরিচিত একটি জলজ উদ্ভিদ কচুরিপানা। তার মধ্যে যে ফুল ফোটে, তা দেখতে সত্যি খুব সুন্দর। এটা প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এক অবহেলিত প্রাকৃতিক শোভা। প্রতীকী ছবি।
*গ্রাম বাংলার অতি পরিচিত একটি জলজ উদ্ভিদ কচুরিপানা। তার মধ্যে যে ফুল ফোটে, তা দেখতে সত্যি খুব সুন্দর। এটা প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠা এক অবহেলিত প্রাকৃতিক শোভা। প্রতীকী ছবি।
advertisement
2/7
ছোট থেকে বড় সব খাল, বিল, ঝিল ও ডোবায় দেখা যায় দৃষ্টিনন্দন এই কচুরিপানা ও ফুল। তবে এই কচুরিপানা অবহেলায় পড়ে থাকলেও এর ঔষুধি বহু উপকারিতা রয়েছে।
ছোট থেকে বড় সব খাল, বিল, ঝিল ও ডোবায় দেখা যায় দৃষ্টিনন্দন এই কচুরিপানা ও ফুল। তবে এই কচুরিপানা অবহেলায় পড়ে থাকলেও এর ঔষুধি বহু উপকারিতা রয়েছে।
advertisement
3/7
আয়ুর্বেদিক চিকিৎসক বিশ্বজিৎ দেব জানান, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, কচুরিপানায় অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে।
আয়ুর্বেদিক চিকিৎসক বিশ্বজিৎ দেব জানান, ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের রিপোর্ট অনুযায়ী, কচুরিপানায় অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে।
advertisement
4/7
বার্ধক্য রোধ করতেও ব্যবহার করা যায় কচুরিপানার রস। এছাড়া ক‍্যানসারের বিরুদ্ধেও লড়াই করার উপাদানও রয়েছে কচুরিপানার মধ্যে। কচুরিপানার রস শরীরকে শক্তিশালী ও সুস্থ করতে ব্যবহার করা যেতে পারে।
বার্ধক্য রোধ করতেও ব্যবহার করা যায় কচুরিপানার রস। এছাড়া ক‍্যানসারের বিরুদ্ধেও লড়াই করার উপাদানও রয়েছে কচুরিপানার মধ্যে। কচুরিপানার রস শরীরকে শক্তিশালী ও সুস্থ করতে ব্যবহার করা যেতে পারে।
advertisement
5/7
কচুরিপানার রস কিংবা খাবার পেটের স্বাস্থ্যের দারুন উপকারি। জলজ এই গাছ ডায়রিয়া, বমি বমি ভাব এবং পেট ফাঁপা নিয়ন্ত্রণের জন্যও পরিচিত। এমনকি এই উদ্ভিদ পেটের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।
কচুরিপানার রস কিংবা খাবার পেটের স্বাস্থ্যের দারুন উপকারি। জলজ এই গাছ ডায়রিয়া, বমি বমি ভাব এবং পেট ফাঁপা নিয়ন্ত্রণের জন্যও পরিচিত। এমনকি এই উদ্ভিদ পেটের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।
advertisement
6/7
কচুরিপানার রস গলা ব্যথা এবং ফোলার উপশম করতে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই রস গলা ও কানের সমস্যাও নিরাময় করতে দারুন ভাবে সক্ষম। যৌন রোগের চিকিৎসার ক্ষেত্রেও কচুরিপানা দারুন কার্যকর।
কচুরিপানার রস গলা ব্যথা এবং ফোলার উপশম করতে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও এই রস গলা ও কানের সমস্যাও নিরাময় করতে দারুন ভাবে সক্ষম। যৌন রোগের চিকিৎসার ক্ষেত্রেও কচুরিপানা দারুন কার্যকর।
advertisement
7/7
মহিলাদের জন্য উপকারী এই জলজ উদ্ভিদ। নতুন মায়েদের স্তনের দুধের পরিমাণ বৃদ্ধিতে দারুন উপকারি কচুরিপানার রস বা খাবার। এছাড়া এই গাছের ফুলের রস অনিয়মিত পিরিয়ডের সমস্যা খুব সহজে দূর করে।
মহিলাদের জন্য উপকারী এই জলজ উদ্ভিদ। নতুন মায়েদের স্তনের দুধের পরিমাণ বৃদ্ধিতে দারুন উপকারি কচুরিপানার রস বা খাবার। এছাড়া এই গাছের ফুলের রস অনিয়মিত পিরিয়ডের সমস্যা খুব সহজে দূর করে।
advertisement
advertisement
advertisement