যেন সাক্ষাৎ ইতিহাস! ৩০০ বছরের পুরনো হিঙ্গলগঞ্জের জানা জমিদার বাড়ি, নদীপথ বাণিজ্যের যুগের এক জীবন্ত দলিল
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Jana Zamindar Bari Hingalganj: মাহমুদপুরে কালিন্দি ও গৌড়েশ্বর নদীর তীরে দাঁড়িয়ে জানা জমিদার বাড়ি আজও ইতিহাসের সাক্ষী। ধান-বাণিজ্য, সংস্কৃতি ও জমিদারি ঐতিহ্যে ভরপুর এই প্রাসাদ এখনো মনে করিয়ে দেয় বাংলার গৌরবময় অতীত।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের মাহমুদপুরে দাঁড়িয়ে আছে জানা জমিদার বাড়ি — ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। কালিন্দি ও গৌড়েশ্বর নদীর তীরে অবস্থিত এই প্রাসাদ একসময় ছিল কৃষি ও পণ্যবাণিজ্যের কেন্দ্রবিন্দু। এখান থেকেই নদী ও স্থলপথে পণ্য পৌঁছাত কলকাতার চেতলার বৃহৎ ধানের মিলে, যেখানে ধান থেকে চাল তৈরি হয়ে যেত রফতানির জন্য প্রস্তুত।
advertisement
তখনকার দিনে নদীপথই ছিল জীবনের প্রবাহ। জানা জমিদারির অধীনে ধান চাষ, সংগ্রহ ও পরিবহণের বিশাল নেটওয়ার্ক গড়ে উঠেছিল। নৌকায় বোঝাই ধান ভেসে যেত চেতলা পর্যন্ত। সেখান থেকে তৈরি চাল রওনা দিত দেশ-বিদেশের বাজারে। এই বাণিজ্যের মধ্য দিয়েই গড়ে ওঠে অঞ্চলের অর্থনৈতিক ভিত, যা স্থানীয় মানুষের জীবিকা ও সমাজজীবনকে প্রভাবিত করেছিল গভীরভাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
