Jamaisashthi Special: এবার ষষ্ঠীতে জামাইয়ের পাতে থাকুক হাতে বানানো মনকারা চকোলেট

Last Updated:
সামনেই জামাইষষ্ঠী, শাশুড়ি মায়েরা প্রিয় জামাইয়ের থালায় সাজিয়ে দেবেন সুস্বাদু খাবারের সমাহার। বর্তমানে এই খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে একাধিক আধুনিক খাবারও, যার মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা, আইসক্রিম এবং চকোলেট
1/6
সামনেই জামাইষষ্ঠী, শাশুড়ি মায়েরা প্রিয় জামাইয়ের থালায় সাজিয়ে দেবেন সুস্বাদু খাবারের সমাহার। বর্তমানে এই খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে একাধিক আধুনিক খাবারও, যার মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা, আইসক্রিম এবং চকোলেট। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
সামনেই জামাইষষ্ঠী, শাশুড়ি মায়েরা প্রিয় জামাইয়ের থালায় সাজিয়ে দেবেন সুস্বাদু খাবারের সমাহার। বর্তমানে এই খাবারের মধ্যে জায়গা করে নিয়েছে একাধিক আধুনিক খাবারও, যার মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা, আইসক্রিম এবং চকোলেট
advertisement
2/6
এবার জামাইষষ্ঠীর পাতে থাকুক কৃষ্ণনগরের দম্পতির হাতে বানানো মনকারা চকোলেট। কৃষ্ণনগরের বাসিন্দা দিব্যজ্যোতি ভট্টাচার্য ও দিগন্তিকা ভট্টাচার্য বেশ কয়েক বছর ধরে মানুষের মন জয় করছেন তাঁদের হোমমেড চকোলেট খাইয়ে। এবারেও জামাইষষ্ঠীতে তাঁরা দিলেন বিশেষ চমক।
এবার জামাইষষ্ঠীর পাতে থাকুক কৃষ্ণনগরের দম্পতির হাতে বানানো মনকারা চকোলেট। কৃষ্ণনগরের বাসিন্দা দিব্যজ্যোতি ভট্টাচার্য ও দিগন্তিকা ভট্টাচার্য বেশ কয়েক বছর ধরে মানুষের মন জয় করছেন তাঁদের হোমমেড চকোলেট খাইয়ে। এবারেও জামাইষষ্ঠীতে তাঁরা দিলেন বিশেষ চমক।
advertisement
3/6
আধুনিক প্যাকেজিং তার সঙ্গে সুস্বাদু চকোলেট, দামও সাধ্যের মধ্যে। চকোলেটের প্যাকেটের উপরে লেখা রয়েছে 'শুভ জামাইষষ্ঠী'। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অর্ডার আসছে ভালই।
আধুনিক প্যাকেজিং তার সঙ্গে সুস্বাদু চকোলেট, দামও সাধ্যের মধ্যে। চকোলেটের প্যাকেটের উপরে লেখা রয়েছে 'শুভ জামাইষষ্ঠী'। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অর্ডার আসছে ভালই।
advertisement
4/6
এছাড়াও এমন এক চকলেট রয়েছে যেটি দেখলে মনে হবে একটি বাটির মধ্যে সাজানো রয়েছে মিষ্টি ও সন্দেশের সমাহার। কিন্তু আশ্চর্য বিষয় হল, সম্পূর্ণটাই চকোলেটের! যা দেখতেও অতি সুন্দর, খেতেও তাই।
এছাড়াও এমন এক চকলেট রয়েছে যেটি দেখলে মনে হবে একটি বাটির মধ্যে সাজানো রয়েছে মিষ্টি ও সন্দেশের সমাহার। কিন্তু আশ্চর্য বিষয় হল, সম্পূর্ণটাই চকোলেটের! যা দেখতেও অতি সুন্দর, খেতেও তাই।
advertisement
5/6
দি'স ফুড প্রডাক্ট নামে রয়েছে তাঁদের একটি ফেসবুক পেজ। সেখানে অনায়াসে অর্ডার দিতে পারবেন এই সমস্ত চকলেটগুলি। তাহলে আর দেরি না করে চটপট অর্ডার দিয়ে ফেলুন আপনার জামাইয়ের জন্য স্পেশাল এই চকোলেট।
দি'স ফুড প্রোডাক্ট নামে রয়েছে তাদের একটি ফেসবুক পেজ। সেখানে গিয়ে অনায়াসে আপনি অর্ডার দিতে পারবেন এই সমস্ত চকলেট গুলি। তাহলে আর দেরি না করে চটপট অর্ডার দিয়ে ফেলুন আপনার জামাইয়ের জন্য স্পেশাল এই চকলেট।
advertisement
6/6
শুধু জামাইষষ্ঠী স্পেশাল চকোলেট নয়, রয়েছে আরও একাধিক হোমমেড প্রডাক্ট যা দেখতেও ভাল এবং আমাদের শরীর, স্বাস্থ্য ও পরিবেশের জন্যেও উপকারী।
শুধু জামাইষষ্ঠী স্পেশাল চকোলেট নয়, রয়েছে আরও একাধিক হোমমেড প্রডাক্ট যা দেখতেও ভাল এবং আমাদের শরীর, স্বাস্থ্য ও পরিবেশের জন্যেও উপকারী।
advertisement
advertisement
advertisement