Train Cancelled: বছর ঘুরলেও ভাগ্য বদলালো না, ফের সপ্তাহ জুড়ে দক্ষিণ-পূর্ব রেলে বাতিল একের পর এক ট্রেন, রুট বদল একাধিক ট্রেনের
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Train Cancelled: নতুন বছরের শুরুতেই দুর্ভোগ যাত্রীদের, আদ্রা ডিভিশনে সপ্তাহ জুড়ে বাতিল একগুচ্ছ ট্রেন
পুরুলিয়া: নতুন বছরের শুরুতেই আবারও দুর্ভোগ ট্রেন যাত্রীদের। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বে চলবে। রেলের তরফ থেকে জানান হয়েছে আজ ৫ জানুয়ারি সোমবার থেকে আগামী ১১ জানুয়ারি রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিলম্বে যাত্রাপথ। আগামী ৭ জানুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ৮ জানুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। আগামী ৬ ও ১০ জানুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে ধানবাদ-বাঁকুড়া মেমু প্যাসেঞ্জার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে।
advertisement









