Parenting Tips: সন্তান জেদি, একগুয়ে হয়ে উঠছে? ভাল কিছু বললেও জিনিসপত্র ছুঁড়ে ফেলছে.. এই ৭ জিনিস করেননি তো? তাহলে দোষ কিন্তু আপনার...
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
পৃথিবীর সমস্ত বাবা-মা তাঁর সন্তানকে সব টুকু ভাল উজাড় করে দিতে চান৷ সন্তানকে দুধে-ভাতে রাখতে চাওয়ার এ আকুতি তো চিরন্তন৷ কিন্তু সব চাওয়া তো বাস্তবে হয় না৷ হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার চেনা একরত্তি বাচ্চার মধ্যে বাসা বাঁধছে রাগ, জেদ৷
পৃথিবীর সমস্ত বাবা-মা তাঁর সন্তানকে সব টুকু ভাল উজাড় করে দিতে চান৷ সন্তানকে দুধে-ভাতে রাখতে চাওয়ার এ আকুতি তো চিরন্তন৷ কিন্তু সব চাওয়া তো বাস্তবে হয় না৷ হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার চেনা একরত্তি বাচ্চার মধ্যে বাসা বাঁধছে রাগ, জেদ৷ বিনা কারণে জিনিস পত্র ছুঁড়ে ফেলছে, চিৎকার করছে৷ আপনি অবাক হয়ে দেখছেন এও সম্ভব! খারাপ লাগা গ্রাস করছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অনেকসময় দেখা যায় বা-মা দুজনাই কর্মসূত্রে বাইরে থাকায় শিশুকে ঠিকমতো সময় দিতে পাচ্ছে না৷ এই অবস্থায় তাঁরা কিছুটা অপরাধ বোধে ভোগে৷ যার ফলে আমরা শিশুদের সমস্ত অন্যায় আবদারও পূরণ করার চেষ্টা করি৷ এর ফলে তাঁদের মধ্যে জেদ, একগুয়েমী বাড়তে থাকেন৷ এমনটা করবেন না৷ মনে রাখবেন জিনিস সময়ের ক্ষতিপূরণ হতে পারে না৷ আপনারা নিজেদের কাজ করে, তাঁকে কাজের মূল্য শেখাচ্ছেন, তাই বিনা কারণে অপরাধ প্রবণতায় ভুগবেন না৷
advertisement
advertisement