রোজ দাড়ি কাটা কি ভাল? সপ্তাহে কতদিন শেভ করা ঠিকঠাক? জেনে নিন বিশেষজ্ঞের পরামর্শ

Last Updated:
Is Shaving Beard Daily Good or Bad: নিউজ 18-এর কাছে খোলসা করেছেন উত্তরপ্রদেশের কানপুরের জিএসভিএম মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা ডার্মাটোলজিস্ট ডা. যুগল রাজপুত।
1/5
পৌরুষ ফুটে ওঠে কীসে? শরীর জুড়ে ঢেউ খেলানো পেশির বহরে না কি গালভরা দাড়ি-গোঁফের বাহারে? বুদ্ধিমান ব্যক্তি মাত্রেই বলবেন এহ বাহ্য! তবে কি না পৌরুষের সঙ্গে গালভরা দাড়ির ব্যাপারটা সারা পৃথিবীতেই একটা ট্রেডমার্ক হয়ে গিয়েছে। সেকালেও যেমন, একালেও তেমন। এখন তো আবার গালভরা দাড়ির ফ্যাশন বেশি করে ফিরে এসেছে। ফ্যাশন যা-ই হোক, স্বস্তি আগে। ফলে, পুরুষেরা কেউ দাড়ি রাখেন, কেউ বা ঝকঝকে ক্লিন-শেভন, যার যেমন রুচি। Representative Image
পৌরুষ ফুটে ওঠে কীসে? শরীর জুড়ে ঢেউ খেলানো পেশির বহরে না কি গালভরা দাড়ি-গোঁফের বাহারে? বুদ্ধিমান ব্যক্তি মাত্রেই বলবেন এহ বাহ্য! তবে কি না পৌরুষের সঙ্গে গালভরা দাড়ির ব্যাপারটা সারা পৃথিবীতেই একটা ট্রেডমার্ক হয়ে গিয়েছে। সেকালেও যেমন, একালেও তেমন। এখন তো আবার গালভরা দাড়ির ফ্যাশন বেশি করে ফিরে এসেছে। ফ্যাশন যা-ই হোক, স্বস্তি আগে। ফলে, পুরুষেরা কেউ দাড়ি রাখেন, কেউ বা ঝকঝকে ক্লিন-শেভন, যার যেমন রুচি। Representative Image
advertisement
2/5
দুটোতেই দিব্যি লাগে, কোথাও কোনও বিরোধ নেই। খটকা আসলে অন্যত্র- দাড়ি কামানো নিয়ে। দাড়ি রাখলেই তো আর হয় না, সেটাও মাঝে মাঝে ছাঁটতে হয়। এটা ঠিক কত দিনের অন্তরে হলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে, সেটাই এবার নিউজ 18-এর কাছে খোলসা করেছেন উত্তরপ্রদেশের কানপুরের জিএসভিএম মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা ডার্মাটোলজিস্ট ডা. যুগল রাজপুত। Representative Image
দুটোতেই দিব্যি লাগে, কোথাও কোনও বিরোধ নেই। খটকা আসলে অন্যত্র- দাড়ি কামানো নিয়ে। দাড়ি রাখলেই তো আর হয় না, সেটাও মাঝে মাঝে ছাঁটতে হয়। এটা ঠিক কত দিনের অন্তরে হলে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে, সেটাই এবার নিউজ 18-এর কাছে খোলসা করেছেন উত্তরপ্রদেশের কানপুরের জিএসভিএম মেডিক্যাল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তথা ডার্মাটোলজিস্ট ডা. যুগল রাজপুত। Representative Image
advertisement
3/5
ডা. রাজপুত বলছেন চাইলে দাড়ি রাখাই যায়, মনের সুখে তা বাড়ানোও যায়। কোনও অসুবিধে নেই। তবে কি না রোজ দাড়ি পরিষ্কার রাখতে হবে। এর জন্য বেশি কিছু করতে হবে না। স্রেফ নিয়ম করে নিদেনপক্ষে দু’বেলা নিজের ত্বকের ধরন এবং প্রয়োজন বুঝে একটা মাইল্ড ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। তাতেই ত্বক থাকবে স্বাস্থ্যময়। আসলে, রোজকার দৌড়ঝাঁপে ত্বকে ধুলো, ময়লা, তেল, ডেড সেল এবং জীবাণু জমা হয়। এগুলো পরিষ্কার না করলে আখেরে ত্বকেরই ক্ষতি। একটা সময়ে এর থেকে ত্বকে জ্বালা ধরবে, স্কিন পোর বন্ধ হয়ে যাবে। তাই মুখ ধুতেই হবে নিয়ম করে। Representative Image
ডা. রাজপুত বলছেন চাইলে দাড়ি রাখাই যায়, মনের সুখে তা বাড়ানোও যায়। কোনও অসুবিধে নেই। তবে কি না রোজ দাড়ি পরিষ্কার রাখতে হবে। এর জন্য বেশি কিছু করতে হবে না। স্রেফ নিয়ম করে নিদেনপক্ষে দু’বেলা নিজের ত্বকের ধরন এবং প্রয়োজন বুঝে একটা মাইল্ড ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। তাতেই ত্বক থাকবে স্বাস্থ্যময়। আসলে, রোজকার দৌড়ঝাঁপে ত্বকে ধুলো, ময়লা, তেল, ডেড সেল এবং জীবাণু জমা হয়। এগুলো পরিষ্কার না করলে আখেরে ত্বকেরই ক্ষতি। একটা সময়ে এর থেকে ত্বকে জ্বালা ধরবে, স্কিন পোর বন্ধ হয়ে যাবে। তাই মুখ ধুতেই হবে নিয়ম করে। Representative Image
advertisement
4/5
এ তো গেল দাড়ি রাখার কথা! কিন্তু কেউ যদি ক্লিন-শেভন লুক পছন্দ করেন, তাঁর কী কর্তব্য? ডা. রাজপুত বলছেন, এতেও অসুবিধা নেই, তবে শেভিং ব্রাশ আর রেজর পরিষ্কার রাখতে হবে। না হলে এর থেকে জীবাণু সংক্রমণ হবে ত্বকে। ত্বক জ্বালা করবে, ব্রণ-ফোঁড়ার সমস্যা দেখা দেবে। যদিও ডা. রাজপুতের ব্যক্তিগত মত এই যে সপ্তাহে একবার দাড়ি কামানোটাই সেরা উপায়। নিয়মিত মুখ ধুলে ত্বক সাফ তো থাকবেই, সেই সঙ্গে রোজ রেজরের টান না পড়লে ত্বক কম ক্ষতিগ্রস্ত হবে। Representative Image
এ তো গেল দাড়ি রাখার কথা! কিন্তু কেউ যদি ক্লিন-শেভন লুক পছন্দ করেন, তাঁর কী কর্তব্য? ডা. রাজপুত বলছেন, এতেও অসুবিধা নেই, তবে শেভিং ব্রাশ আর রেজর পরিষ্কার রাখতে হবে। না হলে এর থেকে জীবাণু সংক্রমণ হবে ত্বকে। ত্বক জ্বালা করবে, ব্রণ-ফোঁড়ার সমস্যা দেখা দেবে। যদিও ডা. রাজপুতের ব্যক্তিগত মত এই যে সপ্তাহে একবার দাড়ি কামানোটাই সেরা উপায়। নিয়মিত মুখ ধুলে ত্বক সাফ তো থাকবেই, সেই সঙ্গে রোজ রেজরের টান না পড়লে ত্বক কম ক্ষতিগ্রস্ত হবে। Representative Image
advertisement
5/5
এই নিয়ম মেনে চলার পরেও যদি সমস্যা না মেটে? ডা. রাজপুত বলছেন, রেজর ভুলভাবে চালানোর জন্যেও সমস্যা হতে পারে। তবে সঠিক কারণ ব্যক্তিকে দেখার পরেই নির্ধারণ করা যায়। অতএব, ত্বকে সমস্যা হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই উচিত হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ) Representative Image
এই নিয়ম মেনে চলার পরেও যদি সমস্যা না মেটে? ডা. রাজপুত বলছেন, রেজর ভুলভাবে চালানোর জন্যেও সমস্যা হতে পারে। তবে সঠিক কারণ ব্যক্তিকে দেখার পরেই নির্ধারণ করা যায়। অতএব, ত্বকে সমস্যা হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই উচিত হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ ) Representative Image
advertisement
advertisement
advertisement