Snake Plants Benefits: নামেই সাপ! ‘ধারালো জিভের মতোই তীক্ষ্ণ’! অথচ এই গাছই ঘরে রাখলে উপচে পড়বে অর্থ ও সৌভাগ্য

Last Updated:
Snake Plants Benefits: একাধিক দূষিত পদার্থ টেনে নিয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখে এই গাছ। বাড়ির ভিতরে যে বাতাস সেটিকে পরিষ্কার রাখে
1/8
অন্দরসজ্জার পাশাপাশি ইন্ডোর প্ল্যান্টসের অবদানও প্রচুর পরিবেশ রক্ষায়।
অন্দরসজ্জার পাশাপাশি ইন্ডোর প্ল্যান্টসের অবদানও প্রচুর পরিবেশ রক্ষায়।
advertisement
2/8
সেরকমই একটি উপকারী গাছ স্নেকপ্ল্যান্ট। এর পাতাগুলি সাপের মতো দেখতে বলে এই নামকরণ।
সেরকমই একটি উপকারী গাছ স্নেকপ্ল্যান্ট। এর পাতাগুলি সাপের মতো দেখতে বলে এই নামকরণ।
advertisement
3/8
এই গাছের পাতা তীক্ষ্ণ বলে একে মজা করে ‘মাদার ইনল’ টাং’ বা ‘শাশুড়ির জিহ্বা’-ও বলা হয়।
এই গাছের পাতা তীক্ষ্ণ বলে একে মজা করে ‘মাদার ইনল’ টাং’ বা ‘শাশুড়ির জিহ্বা’-ও বলা হয়।
advertisement
4/8
একাধিক দূষিত পদার্থ টেনে নিয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখে এই গাছ। বাড়ির ভিতরে যে বাতাস সেটিকে পরিষ্কার রাখে। উপকারিতা নিয়ে বলছেন পরিবেশবিদ ডেব্রা রোজ উইলসন।
একাধিক দূষিত পদার্থ টেনে নিয়ে পরিবেশকে বিশুদ্ধ রাখে এই গাছ। বাড়ির ভিতরে যে বাতাস সেটিকে পরিষ্কার রাখে। উপকারিতা নিয়ে বলছেন পরিবেশবিদ ডেব্রা রোজ উইলসন।
advertisement
5/8
নামমাত্র যত্নেই বহাল তবিয়তে তরতরিয়ে বেড়ে ওঠে এই গাছ। তাই খুব বেশি সময় এর পিছনে খরচ করতে হবে না।
নামমাত্র যত্নেই বহাল তবিয়তে তরতরিয়ে বেড়ে ওঠে এই গাছ। তাই খুব বেশি সময় এর পিছনে খরচ করতে হবে না।
advertisement
6/8
স্নেকপ্ল্যান্টের উপস্থিতিতে ঝরঝরে থাকে মন। দূর হয় মানসিক স্ট্রেস। বাড়ের ঘরের সজ্জা।
স্নেকপ্ল্যান্টের উপস্থিতিতে ঝরঝরে থাকে মন। দূর হয় মানসিক স্ট্রেস। বাড়ের ঘরের সজ্জা।
advertisement
7/8
ফেংশুই বিশেষজ্ঞদের মতে এই গাছ বাড়িতে থাকলে বাড়ে পজিটিভ এনার্জি। দূর হয় কুপ্রভাব।
ফেংশুই বিশেষজ্ঞদের মতে এই গাছ বাড়িতে থাকলে বাড়ে পজিটিভ এনার্জি। দূর হয় কুপ্রভাব।
advertisement
8/8
স্নেকপ্ল্যান্টে পোকামাকড় আসে না বেশি। ফলে গাছ ঠিকমতো বেড়ে ওঠে। ঘরও পরিচ্ছন্ন থাকে।
স্নেকপ্ল্যান্টে পোকামাকড় আসে না বেশি। ফলে গাছ ঠিকমতো বেড়ে ওঠে। ঘরও পরিচ্ছন্ন থাকে।
advertisement
advertisement
advertisement