Tips to Prevent Indigestion: খেতে বসে বা খেয়ে উঠে এই ভুলগুলো না করলেই দূর হবে গ্যাস অম্বল চোঁয়াঢেকুর

Last Updated:
Tips to Prevent Indigestion: অনেকেরই এই প্রবণতা থাকে যে কোনও খাবার খেয়েই বদহজমের সমস্যা শুরু হয়। পুষ্টিবিদের মতে খাওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ করলে সেগুলোই চকম ভুল হয়ে দাঁড়ায়। তারই ফলস্বরূপ গ্যাস, অম্বল, চোঁয়াঢেকুরে ভুগতে হয়। ছোট ছোট ভুলেই দুর্বল হয়ে পড়ে হজম প্রক্রিয়া।
1/7
অনেকেরই এই প্রবণতা থাকে যে কোনও খাবার খেয়েই বদহজমের সমস্যা শুরু হয়। পুষ্টিবিদ দীপশিখা জৈনের মতে খাওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ করলে সেগুলোই চকম ভুল হয়ে দাঁড়ায়। তারই ফলস্বরূপ গ্যাস, অম্বল, চোঁয়াঢেকুরে ভুগতে হয়। ছোট ছোট ভুলেই দুর্বল হয়ে পড়ে হজম প্রক্রিয়া।
অনেকেরই এই প্রবণতা থাকে যে কোনও খাবার খেয়েই বদহজমের সমস্যা শুরু হয়। পুষ্টিবিদ দীপশিখা জৈনের মতে খাওয়ার পর নির্দিষ্ট কিছু কাজ করলে সেগুলোই চকম ভুল হয়ে দাঁড়ায়। তারই ফলস্বরূপ গ্যাস, অম্বল, চোঁয়াঢেকুরে ভুগতে হয়। ছোট ছোট ভুলেই দুর্বল হয়ে পড়ে হজম প্রক্রিয়া।
advertisement
2/7
খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না বা ঘুমোতে যাবেন না। অনেকেই লাঞ্চ বা ডিনারের পর এটা করেন। এই ভুল করলে পাকস্থলীর খাবার চলে যায় ইসোফ্যাগেল ট্র্যাক্টে। তার ফলে অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার উপসর্গ হয়।
খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না বা ঘুমোতে যাবেন না। অনেকেই লাঞ্চ বা ডিনারের পর এটা করেন। এই ভুল করলে পাকস্থলীর খাবার চলে যায় ইসোফ্যাগেল ট্র্যাক্টে। তার ফলে অ্যাসিড রিফ্লাক্স, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার উপসর্গ হয়।
advertisement
3/7
সব সময় স্নান করার পর খাবার খান। খেয়ে উঠে স্নান করবেন না। কারণ এর ফলে পাকস্থলীতে রক্তপ্রবাহ কমে যায়। ফলে হজম হয় না।
সব সময় স্নান করার পর খাবার খান। খেয়ে উঠে স্নান করবেন না। কারণ এর ফলে পাকস্থলীতে রক্তপ্রবাহ কমে যায়। ফলে হজম হয় না।
advertisement
4/7
খাবার খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পর পর জল খাবেন না। এতে হজমে অসুবিধে হয়। খাওয়ার সময় ছোট চুমুকে অল্প জল খেতে পারেন। তবে ঢক ঢক করে বেশি জল খাবেন না।
খাবার খাওয়ার সময় বা খাওয়ার ঠিক পর পর জল খাবেন না। এতে হজমে অসুবিধে হয়। খাওয়ার সময় ছোট চুমুকে অল্প জল খেতে পারেন। তবে ঢক ঢক করে বেশি জল খাবেন না।
advertisement
5/7
খাওয়ার ২০-৩০ মিনিট আগে বা পরে জল খান সব সময়। এতে বদহজমের সমস্যা দূর হয়।
খাওয়ার ২০-৩০ মিনিট আগে বা পরে জল খান সব সময়। এতে বদহজমের সমস্যা দূর হয়।
advertisement
6/7
ডায়েটে রাখুন ফাইবার। তাহলে পরিপাক ক্রিয়া মসৃণ হয়। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
ডায়েটে রাখুন ফাইবার। তাহলে পরিপাক ক্রিয়া মসৃণ হয়। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।
advertisement
7/7
খাবারে অতিরিক্ত তেলমশলা রাখবেন না। বেশি স্নেহজাতীয় জিনিসও খাবেন না। তাহলে পেটের স্বাস্থ্য ঠিক থাকবে। যে সব খাবার হজমে অসুবিধে হয়, সেগুলি পারতপক্ষে খাবেন না।
খাবারে অতিরিক্ত তেলমশলা রাখবেন না। বেশি স্নেহজাতীয় জিনিসও খাবেন না। তাহলে পেটের স্বাস্থ্য ঠিক থাকবে। যে সব খাবার হজমে অসুবিধে হয়, সেগুলি পারতপক্ষে খাবেন না।
advertisement
advertisement
advertisement