#নয়াদিল্লি: তাপমাত্রার পারদ যেন দিন-দিন বেড়েই চলেছে। আর তার ফলে ডিহাইড্রেশন বা শরীরে জলশূন্যতার (Dehydration) মতো সমস্যা দেখা দেয়। কারণ এই সময় অতিরিক্ত ঘামের কারণে ঘামের মাধ্যমে দেহের জল এবং লবণ বেরিয়ে যায়। ফলে দেহে জলের ঘাটতি হয়। তাই শরীরের জলের চাহিদা পূরণ করাটাই গরমের দিনে মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতীকী ছবি ৷
কারণ ডিহাইড্রেশনের কারণে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কাজে ব্যাঘাত ঘটে। তাই এই সময় দেহে জলের অভাব মেটাতে হাইড্রেটেড থাকাটা খুবই জরুরি। তার জন্য পর্যাপ্ত জল এবং উপযুক্ত খাবার খেতে হবে। আর দেহের হাইড্রেশনের (Hydration) জন্য জরুরি কিছু খাবার এবং পানীয়ের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক। প্রতীকী ছবি ৷
দুধ ও দুগ্ধজাত খাবার:
শরীরকে হাইড্রেটেড রাখতে দুধ ও দুগ্ধজাত খাবার বা পানীয় অথবা দই দিয়ে তৈরি পানীয় খেতে হবে। আসলে দুধে রয়েছে ৯০ শতাংশ জল এবং প্রয়োজনীয় ইলেকট্রোলাইট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। যা শরীরের জলের চাহিদা মেটায়। গবেষণায় দেখা গিয়েছে, শরীরকে হাইড্রেটেড রাখতে দুধ এবং চকোলেট মিল্ক যে কোনও স্পোর্টস ড্রিঙ্কের তুলনায় ভালো বিকল্প। আর দইয়ের মধ্যে থাকে পটাশিয়াম এবং সোডিয়াম, যা দেহের লবণের ঘাটতি মেটাতেও সহায়তা করে। প্রতীকী ছবি ৷