Taj Taal Kutir: কলকাতায় বিলাসবহুল ‘তাজ তাল কুটির’, ঔপনিবেশিকতার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন

Last Updated:
কলকাতার ইকো পার্কের কাছেই এই হোটেল। নকশায় নিউটাউনের স্মার্ট সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ফুটে উঠেছে ঔপনিবেশিক কারিকুরি।
1/6
কলকাতায় ‘তাজ তাল কুটির’-এর উদ্বোধন করল দেশের বৃহত্তম আতিথেয়তা সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। কলকাতা বিমানবন্দর এবং ইকো পার্কের কাছেই এই হোটেল। নকশায় নিউটাউনের স্মার্ট সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ফুটে উঠেছে ঔপনিবেশিক কারিকুরি।
কলকাতায় ‘তাজ তাল কুটির’-এর উদ্বোধন করল দেশের বৃহত্তম আতিথেয়তা সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। কলকাতা বিমানবন্দর এবং ইকো পার্কের কাছেই এই হোটেল। নকশায় নিউটাউনের স্মার্ট সিটির সঙ্গে সামঞ্জস্য রেখে ফুটে উঠেছে ঔপনিবেশিক কারিকুরি।
advertisement
2/6
ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পুনিত ছটওয়াল বলেন, ‘‘কলকাতায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যবসা করছে তাজ। এবার নিউটাউনে ‘তাজ তাল কুটির’-এর মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ হল। এর ফলে শহরের উদীয়মান মাইক্রো মার্কেটের ক্রমবর্ধমান চাহিদার সুরাহা হবে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে কলকাতার ব্যাপক বাণিজ্যিক এবং পর্যটন সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে আমরা নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি হর্ষবর্ধন নেওটিয়া এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি।’’
ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ অফিসার পুনিত ছটওয়াল বলেন, ‘‘কলকাতায় তিন দশকেরও বেশি সময় ধরে ব্যবসা করছে তাজ। এবার নিউটাউনে ‘তাজ তাল কুটির’-এর মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ হল। এর ফলে শহরের উদীয়মান মাইক্রো মার্কেটের ক্রমবর্ধমান চাহিদার সুরাহা হবে। পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে কলকাতার ব্যাপক বাণিজ্যিক এবং পর্যটন সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে আমরা নিজেদের উপস্থিতি বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি হর্ষবর্ধন নেওটিয়া এবং অম্বুজা নেওটিয়া গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি।’’
advertisement
3/6
তাজ তাল কুটিরে রয়েছে ৭৫টি বিলাসবহুল কক্ষ এবং সুইট। প্রতিটি ঘরে রয়েছে ভিন্টেজ স্টাইলের আসবাবপত্র। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা। প্রিয়জনের সঙ্গে একান্তে দুদণ্ড কাটানোর অবসর। সারাদিনের খাওয়াদাওয়ায় মিলবে পছন্দের পদ। বার-এ ক্লাসিক জ্যাজ এবং গ্যাটসবি যুগের ছোঁয়া। ছন্দে মেতে ওঠা শুধু সময়ের অপেক্ষা। সন্ধ্যার সময়টা কাটানো যায় দ্য লেকভিউ লাউঞ্জে।
তাজ তাল কুটিরে রয়েছে ৭৫টি বিলাসবহুল কক্ষ এবং সুইট। প্রতিটি ঘরে রয়েছে ভিন্টেজ স্টাইলের আসবাবপত্র। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দা। প্রিয়জনের সঙ্গে একান্তে দুদণ্ড কাটানোর অবসর। সারাদিনের খাওয়াদাওয়ায় মিলবে পছন্দের পদ। বার-এ ক্লাসিক জ্যাজ এবং গ্যাটসবি যুগের ছোঁয়া। ছন্দে মেতে ওঠা শুধু সময়ের অপেক্ষা। সন্ধ্যার সময়টা কাটানো যায় দ্য লেকভিউ লাউঞ্জে।
advertisement
4/6
মনোমুগ্ধকর পরিবেশ হাতছানি দিয়ে ডাকবে। তাজ তাল কুটিরের অতিথিদের জন্য থাকছে সার্কল স্পা। এর সঙ্গে ৫০ হাজার বর্গফুটের ব্যাঙ্কোয়েট এবং কনফারেন্স রুম। ৩ হাজার বর্গফুট থেকে ১২ হাজার বর্গফুটের ৬টি ভেন্যু পাওয়া যাচ্ছে। ঘরের ভিতরে তো বটেই, বাইরেও অনেকখানি খোলা জায়গা থাকছে। ব্যবহার করা যাবে ছাদও। যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ।
মনোমুগ্ধকর পরিবেশ হাতছানি দিয়ে ডাকবে। তাজ তাল কুটিরের অতিথিদের জন্য থাকছে সার্কল স্পা। এর সঙ্গে ৫০ হাজার বর্গফুটের ব্যাঙ্কোয়েট এবং কনফারেন্স রুম। ৩ হাজার বর্গফুট থেকে ১২ হাজার বর্গফুটের ৬টি ভেন্যু পাওয়া যাচ্ছে। ঘরের ভিতরে তো বটেই, বাইরেও অনেকখানি খোলা জায়গা থাকছে। ব্যবহার করা যাবে ছাদও। যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য একেবারে আদর্শ।
advertisement
5/6
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বললেন, ‘তাজ তাল কুটিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এতে আর্ট ডেকো আর্কিটেকচারে অতীতের স্মৃতি রোমন্থনের সঙ্গে কলকাতার স্মার্ট সিটি নিউটানের বিলাসবহুল যাত্রা মিশে গিয়েছে। ‘কুটির’ নতুন সংযোজন। গুরাস কুটির, গঙ্গা কুটির, রাজকুটির এবং চিয়া কুটিরের পর এটি সিরিজের পঞ্চম। আইএইচসিএল-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও একধাপ এগিয়ে গেল’ (Puneet Chhatwal, Managing Director & Chief Executive Officer, Indian Hotels Company (IHCL) and  Harshavardhan Neotia, Chairman, Ambuja Neotia Group at the opening of Taj Taal Kutir in Kolkata)।
অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বললেন, ‘তাজ তাল কুটিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে অত্যন্ত আনন্দিত। এতে আর্ট ডেকো আর্কিটেকচারে অতীতের স্মৃতি রোমন্থনের সঙ্গে কলকাতার স্মার্ট সিটি নিউটানের বিলাসবহুল যাত্রা মিশে গিয়েছে। ‘কুটির’ নতুন সংযোজন। গুরাস কুটির, গঙ্গা কুটির, রাজকুটির এবং চিয়া কুটিরের পর এটি সিরিজের পঞ্চম। আইএইচসিএল-এর সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও একধাপ এগিয়ে গেল’ (Puneet Chhatwal, Managing Director & Chief Executive Officer, Indian Hotels Company (IHCL) and  Harshavardhan Neotia, Chairman, Ambuja Neotia Group at the opening of Taj Taal Kutir in Kolkata)।
advertisement
6/6
২৭ নভেম্বর থেকে কলকাতার তাজ তাল কুটিরের বুকিং শুরু হচ্ছে। এর জন্য www.tajhotels.com – এ নাম নথিভুক্ত করতে হবে।
২৭ নভেম্বর থেকে কলকাতার তাজ তাল কুটিরের বুকিং শুরু হচ্ছে। এর জন্য www.tajhotels.com – এ নাম নথিভুক্ত করতে হবে।
advertisement
advertisement
advertisement