Ideal Wedding Age For Men: ঠিক কোন বয়সে বিয়ে করলে পুরুষের আয়ু বাড়ে? ছোট সমীক্ষায় বড় চাঞ্চল্য!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Ideal Wedding Age For Men: একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য় চাপ দিতে থাকেন। মেয়েদের মতো ছেলেদেরও সেই সমস্য়ার মুখোমুখি হতে হয়। কিন্তু সত্যি কী নির্দিষ্ট বয়সে বিয়ে হলে বাড়তে পারে পুরুষের আয়ু? জানুন।
advertisement
advertisement
advertisement
advertisement
বিবাহ জীবনের (Marriage)এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, এক্ষেত্রে একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা। সেক্ষেত্রে সেই মানুষটি আমার জন্য় সঠিক কিনা, তা বুঝে সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য় চাপ দিতে থাকেন। মেয়েদের মতো ছেলেদেরও সেই সমস্য়ার মুখোমুখি হতে হয়। প্রতীকী ছবি।
advertisement
হাভার্ড বিশ্ববিদ্যালয়ের করা বিয়ে নিয়ে এই সমীক্ষার মূল বিষয় ছিল সম্পর্কের ধরন। কতটা সুখী হবে দাম্পত্য। কিন্তু দাম্পত্যসুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, জীবন ও জীবনধারা। বিজ্ঞান বলছে, যে নিজের যাপনের ধরন নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু। নতুন সমীক্ষাতে উঠে এলো সেই বিষয়টি। প্রতীকী ছবি।
advertisement
advertisement