How To Use Safe Makhana: মাখানা খাওয়া তো ভাল, কিন্তু যেভাবে খান সেভাবে খেলে একেবারে বড়সড় ক্ষতি, সঠিক পদ্ধতি মেনে বানান মাখানা
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
How To Use Safe Makhana: মাখানা ভাজার আগে কেন কেটে নেওয়া উচিত? সুস্থ থাকতে, স্বাদ বাড়াতে কী করবেন জেনে নিন
advertisement
advertisement
লুকানো পোকামাকড় পরীক্ষা- মাখানা কাটার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল স্বাস্থ্যবিধি। যেহেতু এটা একটা বীজ এবং প্যাকেজিংয়ের আগে রোদে শুকানো হয়, তাই ছোট পোকামাকড়, কৃমি বা কালো দাগ থাকার সম্ভাবনা থাকে। কেটে নেওয়া এক্ষেত্রে নিশ্চিত করে যে, যা খাওয়া হচ্ছে তা নিরাপদ এবং পরিষ্কার। Photo- Collected
advertisement
ভাল করে ভেজে নেওয়া- মাখানা কাটার আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এতে জিনিসটা ভাল করে তৈরিও হয়। যখন মাখানা গোটা ভাজা হয়, তখন বাইরের স্তরটি দ্রুত লালচে হয়ে যেতে পারে, যেখানে ভেতরের অংশ ভাজা নাও হতে পারে। ছোট ছোট টুকরো করে কেটে নিলে প্রতিটি টুকরোই পুরোপুরি খাস্তা এবং সোনালি হয়ে ওঠে। এতে সময়ও কম লাগে। পুরো ভাজা হলে মাখানাতে মশলা ভালভাবে মিশেও যায়। Photo- Collected
advertisement
advertisement
কাটা মাখানা কীভাবে ভাজতে হবে- মাখানাগুলো কেটে অর্ধেক করে ফেলতে হবে অথবা ভেঙে ফেলতে হবে। যদি কোনও কালচে অংশ থাকে তাহলে সেটা ফেলে দিতে হবে। একটি প্যান কম থেকে মাঝারি আঁচে গরম করতে হবে এবং এক চা চামচ ঘি বা তেল যোগ করতে হবে। কাটা মাখানাগুলো যোগ করতে হবে এবং ৫-৭ মিনিট ধরে ক্রমাগত নাড়তে হবে, যতক্ষণ না সেগুলো মুচমুচে এবং হালকা সোনালি হয়ে যায়। এরপর স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, গোলমরিচ, অথবা নিজেদের পছন্দের মশলা যোগ করা যেতে পারে। এরপর একটি এয়ারটাইট পাত্রে তুলে রাখার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, যাতে মুচমুচে ভাব বজায় থাকে। Photo- Collected
advertisement
