Wooden Furniture Care: ঘুণ পোকার যম, এই কিছু জিনিস মেনে চললেই ভাল থাকবে বাড়ির কাঠের আসবাব
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
ঘুণ পোকা কাঠের গায়ে ডিম পাড়ে৷ পোকার লার্ভা কাঠের ভিতরেই বড় হতে থাকে৷ নষ্ট হয়ে যায় আসবাব৷ এর থেকে মুক্তির উপায়ও কিন্তু রয়েছে৷
advertisement
advertisement
কাঠের উপর বার্নিশের প্রলেপ বা রঙ করলে ঘুণ পোকা হলে তার প্রতিকার সম্ভব৷ এদের গন্ধ পোকারা সহ্য করতে পারে না৷ তাই কোনও কাঠের মিস্ত্রিকে ডেকে আসবাবের উপর এগুলোর প্রলেপ দিন৷ কাঠের গায়ে কোনও ছিদ্র থেকে থাকলে তাতে ঘুণপোকা ডিম পাড়ে৷ তাই আসবাব কেনার আগে ভাল করে দেখে নিন, আসবাবেব গায়ে এই ধরনের কোনও ছিদ্র আদৌ আছে কিনা৷
advertisement
advertisement