Leather Care: শখে কেনা চামড়ার জুতো, ব্যাগ শীত বা বর্ষায় নষ্ট হতে বসেছে? জানুন দীর্ঘদিন নতুন রাখার সহজ উপায়

Last Updated:
Leather Care: চামড়ার যে কোনও পণ্যই এসির ভিতর ভাল থাকে। সবার বাড়িতে এসি নেই, সেক্ষেত্রে যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট।
1/6
*অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মতো রাখবেন? জেনে নিন...
*অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মতো রাখবেন? জেনে নিন...
advertisement
2/6
*ভিজে যাওয়া যে কোনও চামড়ার পণ্যের যত্ন নিতে প্রথমেই শুকানোর ব্যবস্থা করতে হবে। চামড়ার জুতো ভিজে গেলে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে রোদে শুকাতে হবে। আর যদি কয়েকদিন রোদ না ওঠে তবে কীভাবে শখের চামড়ার পণ্য ভাল রাখবেন? চামড়ার জুতো, ভেজা জুতো থেকে জল সরানোর জন্য নিউজ প্রিন্ট কাগজ, জুতোর ভেতর ও বাইরে দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট জল শুষে নিবে। এছাড়া শুকনো কাপড় দিয়েও ভালমতো জল মুছে নিতে পারেন।
*ভিজে যাওয়া যে কোনও চামড়ার পণ্যের যত্ন নিতে প্রথমেই শুকানোর ব্যবস্থা করতে হবে। চামড়ার জুতো ভিজে গেলে প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে রোদে শুকাতে হবে। আর যদি কয়েকদিন রোদ না ওঠে তবে কীভাবে শখের চামড়ার পণ্য ভাল রাখবেন? চামড়ার জুতো, ভেজা জুতো থেকে জল সরানোর জন্য নিউজ প্রিন্ট কাগজ, জুতোর ভেতর ও বাইরে দিয়ে কিছুক্ষণ মুড়িয়ে রাখুন। নিউজ প্রিন্ট জল শুষে নিবে। এছাড়া শুকনো কাপড় দিয়েও ভালমতো জল মুছে নিতে পারেন।
advertisement
3/6
*জুতো যদি বারবার ভিজে যায়, তাহলে একমাসের মধ্যে চামড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টির মৌসুমে চামড়ার জুতো না পরাই ভাল। আপনি প্লাস্টিকের জুতো বা বিভিন্ন পাম্প-সু ব্যবহার করতে পারেন বৃষ্টির দিনগুলোতে। চামড়ার ব্যাগ যদি ভিজে যায়, তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর পাখার বাতাসে শুকান। এরপর যে কোনও তেল হালকা করে ব্যাগে মাখিয়ে রাখুন। ট্যানারির ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকেন। বেল্টের ক্ষেত্রেও একই পদ্ধতি মানা যায়।
*জুতো যদি বারবার ভিজে যায়, তাহলে একমাসের মধ্যে চামড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে। তাই বৃষ্টির মৌসুমে চামড়ার জুতো না পরাই ভাল। আপনি প্লাস্টিকের জুতো বা বিভিন্ন পাম্প-সু ব্যবহার করতে পারেন বৃষ্টির দিনগুলোতে। চামড়ার ব্যাগ যদি ভিজে যায়, তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর পাখার বাতাসে শুকান। এরপর যে কোনও তেল হালকা করে ব্যাগে মাখিয়ে রাখুন। ট্যানারির ব্যবসায়ীরা এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করে থাকেন। বেল্টের ক্ষেত্রেও একই পদ্ধতি মানা যায়।
advertisement
4/6
*অনেকদিন রেখে দিলে চামড়ার জিনিসের উপর এক ধরনের সাদা প্রলেপ পড়ে যায়, যাকে ফাঙ্গাসও বলে। এটা উঠানোর জন্য ভেজা কাপড় দিয়ে মুছে ভালমতো শুকিয়ে চামড়ার পণ্যে হালকা তেল ব্যবহার করুন। চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট বেকায়দায় থাকলে ভাঁজ হয়ে দাগ পড়ে যায়। সেটা ওঠানোর জন্য প্রথমে ভাঁজ হওয়া জায়গা সমান করে ধরে তার উপর জল ঝরানো মোটা ভেজা কাপড় দিন। তারপর ভেজা কাপড়ের উপর দিয়ে মোটামুটি তাপে ইস্ত্রি করুন। মনে রাখবেন ভেজা কাপড় শুকিয়ে গেলেই আবার ভিজিয়ে ইস্ত্রি করতে হবে।
*অনেকদিন রেখে দিলে চামড়ার জিনিসের উপর এক ধরনের সাদা প্রলেপ পড়ে যায়, যাকে ফাঙ্গাসও বলে। এটা উঠানোর জন্য ভেজা কাপড় দিয়ে মুছে ভালমতো শুকিয়ে চামড়ার পণ্যে হালকা তেল ব্যবহার করুন। চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট বেকায়দায় থাকলে ভাঁজ হয়ে দাগ পড়ে যায়। সেটা ওঠানোর জন্য প্রথমে ভাঁজ হওয়া জায়গা সমান করে ধরে তার উপর জল ঝরানো মোটা ভেজা কাপড় দিন। তারপর ভেজা কাপড়ের উপর দিয়ে মোটামুটি তাপে ইস্ত্রি করুন। মনে রাখবেন ভেজা কাপড় শুকিয়ে গেলেই আবার ভিজিয়ে ইস্ত্রি করতে হবে।
advertisement
5/6
*তেল ছাড়াও এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। লোকজন একে ‘ইয়াম’ বলে। এই কেমিক্যাল হালকা করে যে কোনও চামড়ার পণ্যের উপর ঘষলে সেটা চকচকে হয়। আবার বেশি জোরে ঘষলে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ইয়াম চামড়ার পণ্যে এক-দুই মাস অন্তর ব্যবহার করলে চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট ভাল থাকে। সাধারণত কেজি দরে বিক্রি হয় এই কেমিক্যাল। তবে নরম চামড়াজাত পণ্যে ইয়াম ব্যবহার না করাই ভাল।
*তেল ছাড়াও এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। লোকজন একে ‘ইয়াম’ বলে। এই কেমিক্যাল হালকা করে যে কোনও চামড়ার পণ্যের উপর ঘষলে সেটা চকচকে হয়। আবার বেশি জোরে ঘষলে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই ইয়াম চামড়ার পণ্যে এক-দুই মাস অন্তর ব্যবহার করলে চামড়ার জুতা, ব্যাগ, বেল্ট ভাল থাকে। সাধারণত কেজি দরে বিক্রি হয় এই কেমিক্যাল। তবে নরম চামড়াজাত পণ্যে ইয়াম ব্যবহার না করাই ভাল।
advertisement
6/6
*চামড়ার যে কোনও পণ্য এসির ভিতর খুব ভাল থাকে। সবার বাড়িতে এসি থাকবেই, তা নাও হতে পারে। তাই যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন চামড়ার ব্যাগ, জুতো বা বেল্ট। তাহলে এখন থেকে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার শখের চামড়ার পণ্য।
*চামড়ার যে কোনও পণ্য এসির ভিতর খুব ভাল থাকে। সবার বাড়িতে এসি থাকবেই, তা নাও হতে পারে। তাই যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করুন চামড়ার ব্যাগ, জুতো বা বেল্ট। তাহলে এখন থেকে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার শখের চামড়ার পণ্য।
advertisement
advertisement
advertisement