Lemon Preservation: কী আশ্চর্য! লেবু তরতাজা থাকবে এক মাসেরও বেশি, উপায় জানলে চোখ কপালে উঠবে
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Lemon Preservation: লেবুকে দীর্ঘ সময়ের জন্য তাজা রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করার জন্য এখানে কয়েকটি টিপস রয়েছে।
গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে ঠাণ্ডা লেবুর জলের এক গ্লাসের কোনও বিকল্প হয় না। কিন্তু তা বলে কি, শীতে তা ব্রাত্য থাকবে। লেবুর সস থেকে স্যালাদের ড্রেসিং, মেরিনেট করা থেকে কেক বা ডেজার্ট, স্বাদ বাড়াতেও লেবুর জুড়ি মেলা ভার।এগুলো ভিটামিন সি এবং ফ্ল্যাভোনয়েড-এর একটি দুর্দান্ত উৎস, যা শরীর থেকে অ্যান্টিঅক্সিডেন্ট অপসারণ করে দেহকে তরতাজা রাখে। লেবুর পুষ্টি রোগ প্রতিরোধ করতে এবং স্বাস্থ্য বাড়াতেও সাহায্য করতে পারে।
advertisement
তাই লেবুকে তাজা রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এগুলো অ্যাসিডিক বা অম্লীয় প্রকৃতির, তাই লেবুকে স্বাভাবিক বেশি দিন রেখে দেওয়া যায় না। কারণ লেবু দ্রুত আর্দ্রতা হারায় এবং অবাঞ্ছিত কালো দাগ তৈরি করে। ফলে শুষ্ক এবং গন্ধহীন হয়ে যায়। লেবুকে দীর্ঘ সময়ের জন্য তাজা রাখতে সঠিক উপায়ে সংরক্ষণ করার জন্য এখানে কয়েকটি টিপস রয়েছে।
advertisement
advertisement
আর যদি মাত্র অর্ধেক লেবু ব্যবহার হয়ে থাকে, তা হলে উন্মুক্ত প্রান্তটি মোড়ক দিয়ে ঢেকে দিয়ে একটি সিল করা পাত্রে রাখতে হবে। তবে সেটা কয়েকদিনের মধ্যেই ব্যবহার করতে হবে। লেবু তাজা রাখার একটি সহজ কৌশল হল এগুলিকে একটি কাচের পাত্রে জল ভর্তি করে রাখা। একটি পাত্রে সমস্ত লেবু রেখে তাতে জল ঢেলে দিতে হবে। তারপর সেটা রেফ্রিজারেটরে রাখতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
