I love You: আই লাভ ইউ! অন্য দেশের ভাষায় প্রোপোজ করতে গেলে ঠিক কী বলতে হবে? প্রোপোজ ডে-র আগে শিখে নিন ঝটপট

Last Updated:
I Love you in different language: ভালবাসার কোনও জাত নেই, নেই গোত্র। ভাষার নিগড়ে তাকে বাঁধাও যায় না। তবু দেশে দেশে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে বেছে নেয় নিজের ভাষাকেই।
1/6
ভালবাসার অনেক নাম। যে নামেই ডাকা হোক ভালবাসার ভাষা বুঝে নেয় যে কোনও মানুষ, এমনকী মনুষ্যেতর প্রাণীও। ভালবাসার ভাষা হয়তো বুঝতে পারে গাছেরাও। কারণ ভালবাসার কোনও জাত নেই, নেই গোত্র। ভাষার নিগড়ে তাকে বাঁধাও যায় না। তবু দেশে দেশে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে বেছে নেয় নিজের ভাষাকেই।
ভালবাসার অনেক নাম। যে নামেই ডাকা হোক ভালবাসার ভাষা বুঝে নেয় যে কোনও মানুষ, এমনকী মনুষ্যেতর প্রাণীও। ভালবাসার ভাষা হয়তো বুঝতে পারে গাছেরাও। কারণ ভালবাসার কোনও জাত নেই, নেই গোত্র। ভাষার নিগড়ে তাকে বাঁধাও যায় না। তবু দেশে দেশে মানুষ তার মনের ভাব প্রকাশ করতে বেছে নেয় নিজের ভাষাকেই।
advertisement
2/6
‘ভালবাসি’ এই কথাটুকু বলতে কতটা বল বুকে সঞ্চয় করতে হয়, তা একমাত্র প্রেমিক-প্রেমিকারাই জানেন। বাংলায় বলা এই শব্দবন্ধটি অন্য ভাষার প্রেমিক-প্রেমিকারা ঠিক কী ভাবে বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছেই। ১৪ ফেব্রুয়ারি সারা পৃথিবীতে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। কত আয়োজন তার জন্য। শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইকও। অথচ, এত আড়ম্বর তো ছোট্ট একটা কথা বলার জন্যই। অতএব, কে কাকে কী ভাবে জানান ভালবাসি, প্রোপোজ ডে-র আগে দেখে নেওয়া যাক এক নজরে ৷
‘ভালবাসি’ এই কথাটুকু বলতে কতটা বল বুকে সঞ্চয় করতে হয়, তা একমাত্র প্রেমিক-প্রেমিকারাই জানেন। বাংলায় বলা এই শব্দবন্ধটি অন্য ভাষার প্রেমিক-প্রেমিকারা ঠিক কী ভাবে বলেন, তা নিয়ে কৌতূহল রয়েছেই। ১৪ ফেব্রুয়ারি সারা পৃথিবীতে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। কত আয়োজন তার জন্য। শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইকও। অথচ, এত আড়ম্বর তো ছোট্ট একটা কথা বলার জন্যই। অতএব, কে কাকে কী ভাবে জানান ভালবাসি, প্রোপোজ ডে-র আগে দেখে নেওয়া যাক এক নজরে ৷
advertisement
3/6
ইংরেজিতে ‘যে আই লাভ ইউ’ বলা হয়, তা আমরা প্রায় সকলেই জানি। যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রায় সব মানুষই ভালবাসা জানাতে এই বিশেষ শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন। আবার যে সব দেশে স্প্যানিশ ভাষার প্রচলন তাঁরা বলেন ‘তে কিয়েরো’ বা ‘তে আমোহ’। তবে এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। স্প্যানিশ ভাষাভাষী মানুষ প্রতিদিনের ভালবাসা প্রকাশে ‘তে কিয়েরো’ বলে থাকেন। আর বিশেষ দিনে বিশেষ মানুষকে একটু বিশেষ কাব্যিক ভাবে ভালোবাসা জানানোর জন্য বলেন, ‘তে আমোহ’।
ইংরেজিতে ‘যে আই লাভ ইউ’ বলা হয়, তা আমরা প্রায় সকলেই জানি। যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রায় সব মানুষই ভালবাসা জানাতে এই বিশেষ শব্দবন্ধটি ব্যবহার করে থাকেন। আবার যে সব দেশে স্প্যানিশ ভাষার প্রচলন তাঁরা বলেন ‘তে কিয়েরো’ বা ‘তে আমোহ’। তবে এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। স্প্যানিশ ভাষাভাষী মানুষ প্রতিদিনের ভালবাসা প্রকাশে ‘তে কিয়েরো’ বলে থাকেন। আর বিশেষ দিনে বিশেষ মানুষকে একটু বিশেষ কাব্যিক ভাবে ভালোবাসা জানানোর জন্য বলেন, ‘তে আমোহ’।
advertisement
4/6
 এশিয়া: জাপান- আই শিতেরু, দক্ষিণ কোরিয়া- সারাংঘি, চিন ও তাইওয়ান-  ওয়ো আই নি, ভিয়েতনাম- এম ইয়েউ আনহ, থাইল্যান্ড- চ্যান রাক খুন, ফিলিপিন্স- মাহাল কিতা
এশিয়া: জাপান- আই শিতেরু, দক্ষিণ কোরিয়া- সারাংঘি, চিন ও তাইওয়ান- ওয়ো আই নি, ভিয়েতনাম- এম ইয়েউ আনহ, থাইল্যান্ড- চ্যান রাক খুন, ফিলিপিন্স- মাহাল কিতা
advertisement
5/6
ইউরোপ: ফিনল্যান্ড- মিনা রাকাস্তান সিনুয়া, ফ্রান্স- জে ত’মে, জার্মানি – ইস লিব ডিস, অস্ট্রিয়া – ইস লিব ডিস, গ্রিস - জে আগাপো
ইউরোপ: ফিনল্যান্ড- মিনা রাকাস্তান সিনুয়া, ফ্রান্স- জে ত’মে, জার্মানি – ইস লিব ডিস, অস্ট্রিয়া – ইস লিব ডিস, গ্রিস - জে আগাপো
advertisement
6/6
 আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা – এক হেট জু লিফ, মিশর – আনা উহিব্বুকাড়, মরক্কো - আনা উহিব্বুকা, নাইজেরিয়া - মো নি ফে রে
আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা – এক হেট জু লিফ, মিশর – আনা উহিব্বুকাড়, মরক্কো - আনা উহিব্বুকা, নাইজেরিয়া - মো নি ফে রে
advertisement
advertisement
advertisement