Healthy Food Testing: কিনে আনা আটা-ময়দাতে ভেজাল নেই তো? জানতে ১ টাকাও লাগবে না, যাচাই করুন ৩ পদ্ধতিতে
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এখন অনেকেই আডা ময়দার সঙ্গে কাঠের গুঁড়ো মিশিয়ে দেন৷ শুধু তাই নয় ভেজাল হিসেবে মেশানো হয় চকের গুঁড়ো, বোরিক অ্যাসিডের মতো ক্ষতিকারক কেমিক্যালও৷ তাই রান্নাঘরেই কয়েকটা জিনিস জিয়েই যাচাই করে নেওয়া সম্ভব৷
সকালে প্রাতরাশ হোক বা রাতের খাবার, বাঙালিদের পছন্দের খাবার রুটি তরকারি৷ আবার অষ্টমীতে লুচি-ছোলার ডালের কোনও বিকল্প হয় না৷ কিন্তু এর মাঝেই অজান্তে কোনও বিপদ হানা দিচ্ছে না তো৷ এখন অনেকেই আডা ময়দার সঙ্গে কাঠের গুঁড়ো মিশিয়ে দেন৷ শুধু তাই নয় ভেজাল হিসেবে মেশানো হয় চকের গুঁড়ো, বোরিক অ্যাসিডের মতো ক্ষতিকারক কেমিক্যালও৷ তাই রান্নাঘরেই কয়েকটা জিনিস জিয়েই যাচাই করে নেওয়া সম্ভব৷
advertisement
advertisement
advertisement
advertisement