ফ্যামিলি প্ল্যানিং যে কোন মানুষের অন্যতম প্রাথমিক অধিকার ৷ এমনই বক্তব্য WHO-র ৷ আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে-তে আরও একবার এই অধিকারের কথাই মনে করিয়ে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ফ্যামিলি প্ল্যানিং-এর ফলে আটকানো যায় অবাঞ্ছিত গর্ভধারণ বা অসুরক্ষিত গর্ভপাত ৷ দুটির ক্ষেত্রেই মহিলাদের শারীরিক ধকল বাড়ে এবং মৃত্যুর আশঙ্কাও তৈরি হয় ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে উন্নয়নশীল দেশে সন্তানধারণে সক্ষম প্রায় ২১ কোটি মহিলা সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি জানেন না ৷ যার ফলে অনেক সমস্যা দেখা দেয়, প্রাণহানির আশঙ্কাও তৈরি হয় ৷ জেনে নিন কোন কোন গর্ভনিরোধক ব্যবহার করবেন ৷ Photo Collected