Smelly Shoes Remedies: বর্ষায় ভেজা জুতোর বোটকা গন্ধে গা গুলিয়ে ওঠে! লজ্জায় কোথাও জুতো খুলতে পারেন না? ঘরোয়া 'এই' স্প্রে জাস্ট ম্যাজিক, চিরতরে গন্ধ মুক্তির গ্যারান্টি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Smelly Shoes Remedies: বর্ষায় জুতা পরা অনেক সময়ই সমস্যা তৈরি করে। জুতো একটু ভিজে গেলে সারাদিন পরতে কষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ জুতো পরে থাকলে ঘাম ও আর্দ্রতায়, জুতোর মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। কীভাবে সেই গন্ধ দূর হবে জানুন ঘরোয়া উপায়...
*বর্ষায় জুতা পরা অনেক সময়ই সমস্যা তৈরি করে। জুতো একটু ভিজে গেলে সারাদিন পরতে কষ্ট হয়ে যায়। দীর্ঘক্ষণ জুতো পরে থাকলে ঘাম ও আর্দ্রতায়, জুতোর মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। অফিস, কলেজ বা কোনও পার্টিতে জুতো থেকে দুর্গন্ধ পাওয়া গেলে তা খুবই বিব্রতকর পরিস্থিতি হতে পারে। মানুষ সাধারণত বাজার থেকে দামি জুতোর স্প্রে বা পাউডার কিনে আনে, যা কিছুক্ষণের জন্য দুর্গন্ধ কম হয়, কিন্তু মূল সমস্যা দূর করে না। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*যখনই আপনার জুতোগুলি দুর্গন্ধ পেতে শুরু করে বা এটি পরার আগে সতেজতার প্রয়োজন হয় তখন এই ঘরে তৈরি স্প্রেটি ভিতরের দিকে এবং নীচের দিকে স্প্রে করুন। চাইলে জুতো কয়েক মিনিট রোদে রাখুন যাতে আর্দ্রতা পুরোপুরি দূর হয়। কিছুদিনের মধ্যেই পার্থক্য দেখতে পাবেন এবং দুর্গন্ধের সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement