Lizard: বর্ষায় টিকটিকির উপদ্রবে নাজেহাল? এইগুলো করুন, ত্রিসীমানায় ঘেঁষবে না আর
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বর্ষায় টিকটিকির উপদ্রব বাড়ছে। লাঠি, ঝাড়ু কোনও কিছু দিয়েই তাড়াতে পারছেন না? দেওয়ালের এ দিক থেকে ও দিক কিংবা ঘরময় ছুটে বেড়াচ্ছে টিকটিকি? দেরি না করে অবলম্বন করুন কিছু সহজ অথচ বিশেষ উপায়। টিকটিকির টিকিটিও দেখা যাবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রীষ্মের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত ঘরে টিকটিকির বাড়বাড়ন্ত অতিষ্ট করে তোলে। যারা ভয় পান টিকটিকিতে, তাদের জন্য আতঙ্ক বাড়ে। বিশেষ করে বর্ষাকালে দেওয়াল থেকে নেমে মাটিতে হাঁটতে শুরু করে বিশাল মাপের টিকটিকি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই, অনেক পন্থা অবলম্বন করেছেন। কিন্তু দিনের শেষে দেখা গিয়েছে কোনও কিছুতেই কোনও কাজ হয়নি। বহালতবিয়েতে ঘরময় ঘুরে বেড়াচ্ছে দানবীয় এক একটি টিকটিকি, আর আপনি সিঁটিয়ে রয়েছেন ভয়ে। তবে আর ভয় নেই, এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন পেঁয়াজ, রসুনের পেস্ট। এটিকে স্প্রে করলেই টিকটিকির হাত থেকে মুক্তি।
advertisement
advertisement
advertisement