Cleaning Tips: ঘরে পিঁপড়ের উৎপাত! খাবার থেকে বাথরুম, ছাড় নেই কোথাও! শুধু এই কাজ করলেন মিলবে রেহাই
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Cleaning Tips: পিঁপড়ে খাবারের উপর উঠে যায়, আবার কখনও ঘরের কোণে ঘুরে বেড়াতে দেখা যায়। সময়মতো বাড়ি থেকে তাড়ানো না হলে পিঁপড়ের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
advertisement
কিছু ফিটকিরি পিষে হলুদ গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিন। এই গুঁড়ো জলে মিশিয়ে ঘরের যেসব জায়গায় পিঁপড়ে দেখা যায় সেখানে এই মিশ্রণটি স্প্রে করুন। এটি স্প্রে করার পর পিঁপড়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যাবে। এবং আর কখনও দেখা যাবে না। ঘরের কোণে এবং রান্নাঘরে আস্ত ফিটকিরির একটি টুকরোও রাখতে পারেন। এটিও উপকারী হবে।
advertisement
advertisement
লেবুর রস অ্যাসিডিক প্রকৃতি। পিঁপড়েদের যদি না মেরে তাড়াতে চান, তাহলে এই ঘরোয়া প্রতিকারটি খুবই সহায়ক প্রমাণিত হতে পারে। একটি স্প্রে বোতলে এক কাপ জলের সঙ্গে দু'চা চামচ লেবুর রস মিশিয়ে পিঁপড়ের যেখানে থাকে, সেখানে স্প্রে করুন। পিঁপড়ে প্রায়শই জানালা, দরজা বা বাগান দিয়ে ঘরে প্রবেশ করে। সেই জায়গাগুলিতে স্প্রে করলে, পিঁপড়ে ঘরে প্রবেশ করতে পারবে না।
advertisement
advertisement
advertisement