Home Decor Tips: সাধ্যের মধ্যেই সেজে উঠুক ঘর! কম খরচ-খাটনিতে কী ভাবে করবেন, রইল সহজ টিপস

Last Updated:
Home Decor Tips: স্বল্প আয়োজনেই বেশ কিছু পদ্ধতিতে ঘর সেজে উঠবে। বিস্তারিত জেনে নিন।
1/6
ঘরটাকে একটু সুন্দর আর পরিপাটি দেখতে কে না ভালবাসেন! কিন্তু  স্বল্প আয়োজনেই বেশ কিছু পদ্ধতিতে ঘর সেজে উঠবে।
ঘরটাকে একটু সুন্দর আর পরিপাটি দেখতে কে না ভালবাসেন! কিন্তু স্বল্প আয়োজনেই বেশ কিছু পদ্ধতিতে ঘর সেজে উঠবে।
advertisement
2/6
ঘরের দেওয়ালের রঙের ক্ষেত্রে এক ঘরে রঙের দুই শেড ব্যবহার করে বৈচিত্র্য আনুন। দেখতে তো ভাল লাগবেই, ঘরের চেহারার একঘেয়েমিও কেটে যাবে। অনেক ক্ষেত্রে দেওয়ালের রঙের সঙ্গে আসবাবপাত্রের রঙের মিল রাখতে পারেন।
ঘরের দেওয়ালের রঙের ক্ষেত্রে এক ঘরে রঙের দুই শেড ব্যবহার করে বৈচিত্র্য আনুন। দেখতে তো ভাল লাগবেই, ঘরের চেহারার একঘেয়েমিও কেটে যাবে। অনেক ক্ষেত্রে দেওয়ালের রঙের সঙ্গে আসবাবপাত্রের রঙের মিল রাখতে পারেন।
advertisement
3/6
আসবাবের জায়গা বদল করুন মাঝেসাঝে। কয়েক মাস পরপর সুযোগ থাকলে আসবাবপত্র একই জায়গায় না রেখে একটু স্থান পরিবর্তন করিয়ে নিন। আপনার ঘরের ঝিমধরা ভাবটাও কেটে যাবে। খুব বেশি আসবাব ঘরে থাকলে অপ্রয়োজনীয় কয়েকটি সরিয়ে ফেলুন।
আসবাবের জায়গা বদল করুন মাঝেসাঝে। কয়েক মাস পরপর সুযোগ থাকলে আসবাবপত্র একই জায়গায় না রেখে একটু স্থান পরিবর্তন করিয়ে নিন। আপনার ঘরের ঝিমধরা ভাবটাও কেটে যাবে। খুব বেশি আসবাব ঘরে থাকলে অপ্রয়োজনীয় কয়েকটি সরিয়ে ফেলুন।
advertisement
4/6
আয়না দিয়ে সাজিয়ে তুলুন ঘর। তাতে ঘরে আলোর আনাগোনাও ভিন্ন মাত্রা যোগ করবে। আলোর বিপরীতে আয়না রাখুন, ঘরের ভিতরটা ঝলমলে এবং বেশ খোলামেলা দেখাবে।
আয়না দিয়ে সাজিয়ে তুলুন ঘর। তাতে ঘরে আলোর আনাগোনাও ভিন্ন মাত্রা যোগ করবে। আলোর বিপরীতে আয়না রাখুন, ঘরের ভিতরটা ঝলমলে এবং বেশ খোলামেলা দেখাবে।
advertisement
5/6
ঘরে নিজেদের ছবির পাশাপাশি নানা রকম দেয়ালচিত্র ঝুলিয়ে দেয়া যায় ঘরের চারদিকে। ঘরটা দেখতে হাসিখুশি লাগবে। দেয়ালে কোনও নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন অনুসরণ করে কতগুলি ছবি রাখতে পারেন।
ঘরে নিজেদের ছবির পাশাপাশি নানা রকম দেয়ালচিত্র ঝুলিয়ে দেয়া যায় ঘরের চারদিকে। ঘরটা দেখতে হাসিখুশি লাগবে। দেয়ালে কোনও নির্দিষ্ট ধরন বা প্যাটার্ন অনুসরণ করে কতগুলি ছবি রাখতে পারেন।
advertisement
6/6
ঘরকে সুন্দর এবং প্রকৃতির অনাবিল ছোঁয়া দিতে ঘরে ইনডোর প্লান্ট রাখতে পারেন। এতে একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমনই ঘরের অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে।
ঘরকে সুন্দর এবং প্রকৃতির অনাবিল ছোঁয়া দিতে ঘরে ইনডোর প্লান্ট রাখতে পারেন। এতে একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমনই ঘরের অক্সিজেনের মাত্রা ঠিক থাকবে।
advertisement
advertisement
advertisement