How to Choose the Right Toothpaste: টুথপেস্ট কী দেখে কিনবেন? না হলেই দাঁতের বড়সড় ক্ষতি, চেক করতেই হবে 'এই' জিনিসটি
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
How to Choose the Right Toothpaste: বাজারে প্রচুর ব্র্যান্ডের টুথপেস্ট আছে। সেগুলির মধ্যে থেকে যে কোনও একটি কেনার সময় নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে, কোনটি দাঁতকে মুক্তর মতো চকচকে করে তুলতে পারে? সর্বোপরি, কোন টুথপেস্ট কেনা উচিত যা বড়দের পাশাপাশি শিশুদের দাঁতের জন্যও ভাল? জেনে নেওয়া যাক।
বাজারে প্রচুর ব্র্যান্ডের টুথপেস্ট আছে। সেগুলির মধ্যে থেকে যে কোনও একটি কেনার সময় নিশ্চয়ই প্রশ্ন ওঠে যে, কোনটি দাঁতকে মুক্তর মতো চকচকে করে তুলতে পারে? সর্বোপরি, কোন টুথপেস্ট কেনা উচিত যা বড়দের পাশাপাশি শিশুদের দাঁতের জন্যও ভাল? অনেকে স্বাদের ভিত্তিতে টুথপেস্টও কিনে থাকেন। কিন্তু দাঁতের বিশেষজ্ঞরা বলছেন, কোনটি সবচেয়ে ভাল টুথপেস্ট, তা সহজেই চিহ্নিত করা যায়।
advertisement
advertisement
তাঁর কথায়, যখনই টুথপেস্ট কিনবেন, তাতে পিপিএম পরীক্ষা করুন। এটি টুথপেস্টে ফ্লোরাইড অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইডের পরিমাণ বলে। একজন সাধারণ প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের জন্য সবচেয়ে ভাল টুথপেস্টে ফ্লোরাইডের পরিমাণ কম হওয়া উচিত। আপনার টুথপেস্টে যদি ১৫০০ পিপিএমের নিচে ফ্লোরাইড থাকে, তাহলে এটি আপনার দাঁতের জন্য নিরাপদ।
advertisement
advertisement
advertisement
advertisement
