Kiss Benefit: সারাদিনে কমপক্ষে কতক্ষণ এবং ক’বার চুমু খাওয়া উচিত জানেন? সুস্থ থাকতে কিন্তু অত্যন্ত প্রয়োজন, যা বলছে বিজ্ঞান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে তো কখনও বিশেষ ভাবিই না৷ এমনকি, আমাদের প্রিয়জনেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়েও অতটা ভাবিত নই৷ তবে, সুস্থ জীবনযাপনের জন্য আমাদের কিন্তু চুমু খাওয়া, জড়িয়ে দেওয়া, এই সব কিছুই কমপক্ষে নির্দিষ্ট নিয়মে নিয়মিত করা উচিত৷ কী সেই ন্যূনতম নিয়ম? আসুন জেনে নিই৷
আমরা আজকাল বড়ই ব্যস্ত৷ রোজগার করতে, নিজেদের চাকরি টিকিয়ে রাখতে, বসকে খুশি করতে সারাদিনই প্রায় আমরা ব্যস্ত৷ আর সারাদিনের লড়াই শেষে যখন বাড়ি ফিরি, তখন হা-ক্লান্ত৷ এতটাই ব্যস্ত যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোকেই আমরা ভুলে যেতে শুরু করেছি আজকাল৷ সেই সমস্ত কিছুকেই আমরা লঘু করে বা গুরুত্বহীন করে দেখতে শুরু করেছিল, যেগুলো প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷
advertisement
চিকিৎসক থেকে শুরু করে সম্পর্ক বিশেষজ্ঞেরা প্রত্যেকেই বলে থাকেন, আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য নিয়মিত সঙ্গীর সঙ্গে শারীরিক ভাগে অন্তরঙ্গ হওয়া খুবই জরুরি৷ সেটা শুধুমাত্র যৌন সম্পর্ক স্থাপনই নয়, সাধারণ আদর, জড়িয়ে ধরা অর্থাৎ, আলিঙ্গন এবং অবশ্যই চুমু খাওয়াও তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement
কিন্তু, আমরা নিজেদের স্বাস্থ্য নিয়ে তো কখনও বিশেষ ভাবিই না৷ এমনকি, আমাদের প্রিয়জনেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়েও অতটা ভাবিত নই৷ তবে, সুস্থ জীবনযাপনের জন্য আমাদের কিন্তু চুমু খাওয়া, জড়িয়ে দেওয়া, এই সব কিছুই কমপক্ষে নির্দিষ্ট নিয়মে নিয়মিত করা উচিত৷ কী সেই ন্যূনতম নিয়ম? আসুন জেনে নিই৷
advertisement
ফ্যামিলি থেরাপিস্ট জন গটম্যান তাঁর স্ত্রী, পেশায় সাইকোলজিস্ট জুলি সোয়ার্ৎজ গটম্যানের সঙ্গে যৌথ ভাবে একটি ‘কিসিং রুল’ প্রবর্তন করেন৷ সেই নীতির নাম হল ‘সিক্স সেকেন্ড কিস রুল’৷ এই রুল বলে, প্রতিটি দম্পতির উচিত দিনে অন্তত ৬ সেকেন্ড সঙ্গীকে চুমু খাওয়া৷ শুধু তাই নয়, দিনে কতবার চুমু খেলে শরীর-মন সুস্থ থাকে, সে সম্পর্কেও রয়েছে নির্দিষ্ট তথ্য৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement