Hot Food Myth: ধোঁয়া ওঠা গরম নাকি হাল্কা গরম খাবার খান? শরীরের বারোটা বাজাচ্ছে 'এই' অভ্যেস, দাবি ডাক্তারের! সাবধান
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Hot Food Myth: শারীরিক সুস্থতার জন্য চাই সুষম আহার। অনেকেই তাই ঘণ্টার পর ঘণ্টা ধরে ডায়েট চার্ট তৈরি করেন। কিন্তু খাবার খাওয়ার এই এক অভ্যেসে হজমের দফারফা হবে।
advertisement
advertisement
পুষ্টিবিদ বিশ্বজিৎ বিশ্বাসের মতে, খাবারের তাপমাত্রা স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। অনেকেই খাবার গরম গরম খেতে পছন্দ করেন। আবার অনেকের ঠান্ডা খাবার পছন্দ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, খুব গরম বা খুব ঠান্ডা নয়, খাবার স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ ঘরের তাপমাত্রায় খাওয়াই উচিত। এতে হজম ভাল হয়, এনার্জি মেলে সঙ্গে অন্যান্য উপকারও।
advertisement
advertisement
advertisement
পরিপাকতন্ত্রের আরাম: অত্যন্ত গরম বা ঠান্ডা খাবার মুখ ও খাদ্যনালী সহ্য করতে পারে না। ঠান্ডা খাবারের কারণে পরিপাকতন্ত্রের পেশিতে অতিরিক্ত সংকোচন হতে পারে। ফলে পেশির টান বা ক্র্যাম্প দেখা দেওয়াও অসম্ভব নয়। এর প্রভাব পড়ে হজমে। ধীর হজম প্রক্রিয়ার কারণে পেট ফাঁপা, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা দেখা দেয়।
advertisement
advertisement
গুণগত মান এবং স্বাদ: গরম খাবারের স্বাদ সেভাবে বোঝা যায় না। জিভ গরমের সঙ্গে মানিয়ে নেওয়াটাকেই প্রাধান্য দেয়। স্বাদে নয়। ঠান্ডা খাবারের ক্ষেত্রেও একই কথা খাটে। ইন্দ্রিয় অসাড় হয়ে যায়। এতে পেট ভরে বটে, কিন্তু তৃপ্তি মেলে না। অতিরিক্ত খাবার প্রবণতাও দেখা যায়। ঘরোয়া তাপমাত্রার খাবারে এই অসুবিধা নেই। তাড়িয়ে তাড়িয়ে স্বাদ উপভোগ করা যায়।