Neck Pain: ল্যাপটপ, কম্পিউটার, ফোনে কাটছে সময়, বাড়ছে ঘাড়ে ব্যথা! রইল কমানোর ঘরোয়া টোটকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ড: অপর্ণা পদ্মনাভন তাঁর ইনস্টাগ্রামের পাতায় ড: অপর্ণা ঘাড়ে ব্যথা, পেশির যন্ত্রণা-সহ এই জাতীয় সমস্যগুলি থেকে মুক্তির কিছু সহজ উপায় বাতলেছেন৷
ঘণ্টার পর ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকা, কিংবা একভাবে বহুক্ষণ মোবাইলে মন। ডিজিটালাইজেশনের যুগে এই ছবি প্রত্যেকের ভীষণ চেনা৷ কখনও চাকরি ক্ষেত্রে বাধ্য-বাধকতা, কখনও নিজের অলসতা৷ কারণ যাই হোক জীবনযাত্রার এই পরিবর্তনে বাড়ছে শারীরিক সমস্যা৷ বিশেষত ঘাড়ে ব্যাথা, পেশিতে টান, কোমরে ব্যথা, কখনও যন্ত্রণার মতো রোগগুলি বর্তমানে অতি পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
advertisement
যন্ত্রণা কিংবা ব্যথা থেকে মুক্তি পেতে ডাক্তারের পরামর্শ ছাড়াই মুঠো মুঠো পেইন কিলার খেলে আখেরে শরীরের ক্ষতিই হচ্ছে৷ কিন্তু জীবনযাত্রাও একদিনে আমূল বদলে ফেলা অসম্ভব, আবার ওষুধ খেলেও হিতে বিপরীত হওয়ার ভয়, তাহলে উপায় কী? উপায়ের পথ দেখালেন আয়ুর্বেদিক চিকিৎসক ড: অপর্ণা পদ্মনাভন৷ নিজের ইনস্টাগ্রামের পাতায় ড: অপর্ণা ঘাড়ে ব্যথা, পেশির যন্ত্রণা-সহ এই জাতীয় সমস্যগুলি থেকে মুক্তির কিছু সহজ উপায় বাতলেছেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement