Holi 2025: রঙ মাখতে গিয়ে ফোনের ভিতর জল ঢুকেছে? ভয় না পেয়ে মেনে চলুন কিছু বিষয়

Last Updated:
সদ্য গিয়েছে দোল। আর এই দোলের হইহুল্লোড়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনার সাধের মোবাইল ফোন।
1/6
তবে সব থেকে ভাল হয় একটু সতর্ক হয়ে রং খেললে। প্রয়োজন হলে ছবি তোলা বা ভিডিও করার সময় রং থেকে দূরে থাকা যেতে পারে। একজোড়া পরিষ্কার গ্লাভস রেখে দেওয়া যেতে পারে রং খেলার এলাকা থেকে একটু দূরে। ছবি তোলার সময় সেটি হাতে হাতে পরে নেওয়া যেতে পারে।
সদ্য গিয়েছে দোল। আর এই দোলের হইহুল্লোড়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আপনার সাধের মোবাইল ফোন। এই সময় ছবি তুলতে গিয়ে ফোনে রঙ বা গুঁড়ো আবির ঢুকে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে। (প্রতীকী ছবি)
advertisement
2/6
স্মার্টফোন স্ক্রোল করতে করতে ঘুম। আবার ঘুম থেকে উঠেই স্মার্টফোনে ডুব। এ যেন নেশার মতো। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কুপ্রভাব পড়ছে শরীরে। এমনকী মনেও। কিন্তু এই ‘নেশা’ ছাড়া যাচ্ছে না কিছুতেই।
সেই সময় কী করবেন? ফোন থেকে রঙ ও জল বার করার সহজ কিছু পদ্ধতি রয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
3/6
Computers in Human Behavior জার্নালে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, স্মার্টফোনের ‘নেশা’ ছাড়তে পারলে মস্তিষ্কের রাসয়নিক গঠন আমূল বদলে যায়। চাঙ্গা থাকে শরীর, মন। সম্প্রতি একদল তরুণ-তরুণীদের উপর একটি পরীক্ষা চালিয়েছিল তারা। তাতেই উঠে এসেছে এই তথ্য।
) ফোনটি প্রথমেই বন্ধ করে সিম বার করে নিন। ভেজা ফোন দীর্ঘ সময়ে রেখে দেবেন বা চার্জও বসাবেন না।২) ফোনটি চালের ড্রামে রেখে দিতে পারেন কিছু ক্ষণের জন্য। এতেও জল শুকিয়ে যাবে তাড়াতাড়ি। (প্রতীকী ছবি)
advertisement
4/6
একটা সময় ছিল যখন হাতে গোনা কয়েকজনের মোবাইল ফোন ছিল। কিন্তু, এখন সবার হাতেই মোবাইল দেখতে পাওয়া যায়। মোবাইল আমাদের জীবনে নানা সুবিধা দিলেও স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই বাড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বিপদ হল ক্ষতিকারক তরঙ্গ বিকিরণ। কারণ, মোবাইল থেকে নির্গত রেডিয়েশন শরীরের অনেক ক্ষতি করে। বিশেষ করে মোবাইল সঙ্গে থাকাকালীন নানা বিপদ হতে পারে।
পাতলা সুতির কাপড় বা মাইক্রোফাইবার কাপড় দিয়ে ফোনটি শুকনো করে মুছে নিন। আবিরের গুঁড়ো ঢুকে গেলে তা ছোট ব্রাশ দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন। (প্রতীকী ছবি)
advertisement
5/6
স্মার্টফোন যেন গোয়েন্দা। সব দেখছে, সব নজরে রাখছে। ইউজার কোথায় যাচ্ছে, কী করছে, সব। শুধু স্মার্টফোন নয়, অন্যরাও সেই সব তথ্য দেখতে পাচ্ছে। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই। এটাই সত্যি।
জলে ভেজা ফোনটি শুকনোর জন্য কখনই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। এর থেকে ফোনটি পাখার নিচে ঘণ্টা খানেক রেখে দিন। এতে জল শুকিয়ে যাবে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
মোবাইল ফোন সার্ভিস প্রতিষ্ঠান Mobile Klinik-এর ডিরেক্টর লিজ হ্যামিলটন বলছেন, লিথিয়াম-আয়ন ব্যাটারির গড় আয়ু ৫০০ চার্জিং সাইকেল বা দেড় বছর। শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জকে এক চার্জিং সাইকেল বোঝানো হয়। অর্থাৎ ফোন বা ল্যাপটপের চার্জিং সাইকেল যত বেশি হবে, ব্যাটারির আয়ু তত কমতে থাকবে।
ফোনের ভিতর অতিরিক্ত জল বা জলে গোলা রঙ ঢুকে গেলে ২৪ ঘণ্টা পর্যন্ত ফোনে ব্যাটারি লাগাবেন না। চালের মধ্যে ব্যাটারি রেখে দিন। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে তবেই ফোনে ব্যাটারি লাগাবেন। (প্রতীকী ছবি)
advertisement
advertisement
advertisement