Hiroshima Day 2021: কেন জাপানের এই শহরকেই বেছে নেওয়া হয়েছিল? জানুন হিরোশিমার ইতিহাস...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Hiroshima Day 2021: শুধু হিরোশিমা নয়, জাপানের কোন কোন শহরে বোমা ফেলা হবে, তার একটা বিশদ পরিকল্পনা অনেক দিন ধরেই চলছিল।
হিরোশিমা দিবস ২০২১ (Hiroshima Day 2021) আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের জাপানে বোমা ফেলার ঘটনার রেশ সেখানেই শেষ হয়ে যায়নি। প্রজন্মের পর প্রজন্মকে বহন করতে হয়েছে তার বিষময় পরিণতি। অতএব, জাপানের চলচ্চিত্রে, সাহিত্যে যে সেই ঘটনা স্বাভাবিক ভাবেই জুড়ে থাকবে সিংহভাগ, তাতে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পারমাণবিক শক্তির প্রয়োগ নিয়ে অনেক দেশই গোপনে গোপনে তৈরি হচ্ছিল, আমেরিকাও তার মধ্যে অন্যতম। বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ যে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছিল, তার পথ বেয়েই তৈরি হয়েছিল দুই বিধ্বংসী বোমা। একটির নাম রাখা হয়েছিল লিটল বয় (Little Boy), অন্যটির নাম ছিল ফ্যাট ম্যান (Fat Man)।
advertisement
নামে লিটল বয় হলেও আদতে তো সে পারমাণবিক অস্ত্র, ফলে তার একবার প্রয়োগই একটা শহরকে উৎখাত করার পক্ষে যথেষ্ট! ফলে, ফ্যাট ম্যান তৈরির ঘটনা স্পষ্ট সাক্ষ্য দেয় যে শুধু হিরোশিমাই নয়, জাপানের অন্য শহরও ছিল ধ্বংস হয়ে যাওয়ার তালিকায়। যে কারণে নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছিল ফ্যাট ম্যান! তার পরেও প্রথম অভিঘাত হিরোশিমার উপরে নেমে আসার কারণ ছিল একরকম অনিবার্য!
advertisement
advertisement