Hilsa Fish: 'কোন' ওজনের ইলিশ সবচেয়ে সুস্বাদু...! সেরা 'টেস্টি' ইলিশ চেনার টিপস দিলেন বিশেষজ্ঞ! ঠকার আগে 'সিক্রেট' জেনে নিন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Hilsa Fish: ইলিশ মানেই বাঙালির জিভে জল। ইলিশে ডিম আছে কিনা, সেটা বোঝা খুব সহজ! জানুন কীভাবে চিনবেন ডিম ছাড়া ও ডিমওয়ালা ইলিশ, কোন ইলিশের স্বাদ বেশি, এবং ইলিশ কেনার সময় কী লক্ষ করবেন—জেনে নিন সব তথ্য।
advertisement
advertisement
advertisement
বাজারে গিয়ে এই প্রিয় ইলিশ মাছ নিয়ে ধন্দেও থাকেন অনেকে। কোনটি পদ্মার ইলিশ? কোনটির স্বাদ বেশি? কিভাবে চিনবেন ডিম ছাড়া ইলিশ মাছ ও ডিমওয়ালা ইলিশ মাছ? এমন নানা প্রশ্ন উঁকি দেয় মনে। মাথা চুলকোতে চুলকোতে শেষমেশ অনেক সময় ঠকেও যেতে হয় অজ্ঞতার জন্য। আজ এই প্রতিবেদনে জানুন ইলিশ সম্পর্কিত এমন সব প্রশ্নের সঠিক উত্তর।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইলিশ সবচেয়ে বেশি সুস্বাদু হয় বর্ষার মাঝামাঝি সময়ে। এসময় যখন ইলশে গুড়ি বৃষ্টি হয়, তখন নদীতে পাওয়া ইলিশের স্বাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। লোনা ও মিঠা জলের ওপর নির্ভর করে ইলিশের স্বাদ বাড়ে-কমে। এক্ষেত্রে নদীর ইলিশের স্বাদ বেশি হয়। দেখা যায় মূলত আগস্ট মাসের দিকে ইলিশ ডিম ছাড়তে শুরু করে। তার আগে ইলিশের টেস্ট বেশি হয়। ডিমওয়ালা ইলিশ চ্যাপ্টা আকৃতির হয়। এ ধরনের ইলিশের পেট টিপলে পায়ুপথের ছিদ্র দিয়ে ডিম বের হয়ে আসে।
advertisement
ডিমওয়ালা ইলিশ আর ডিমছাড়া ইলিশ চিনবেন কী করে?এই বিষয়টি বুঝতে হলে ক্রেতাকে একটু অভিজ্ঞ হতে হবে। সাধারণত অগাস্ট মাসের পর থেকে শুরু হয় ইলিশের ডিম ছাড়া। এটি অক্টোবর পর্যন্ত চলে। ডিমওয়ালা ইলিশের পেটমোটা হয়। এরা আকারে চ্যাপ্টা হয়ে থাকে। এছাড়া ডিমওয়ালা ইলিশের পেট টিপলেই মাছের পায়ুর ছিদ্র দিয়ে ডিম বেরিয়ে আসবে। অন্যদিকে, ডিম ছাড়া মাছের পেট আলগা বা ঢিলা থাকে।
advertisement
