আমাদের দেশে প্রতিটি মানুষের জীবনযাত্রা ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে যাতে করে অল্প বয়সেই বড় বড় রোগ শরীরকে ছেঁকে ধরে ৷ ঠিকঠাক বিশ্রামের অভাব, মানসিক চাপ, টেনশন আরও অনেক কারণই আছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
প্রচুর চাপের ফলেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের (High Blood Pressure) শিকার হতে হয় ৷ একে হাইপার টেনশনও (Hypertension) বলা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
সঠিক সময়ে এটি নিয়ন্ত্রণ না করলেই হার্ট অ্যাটাক (Heart Attack), হতে পারে ৷ করোনারি আটারি ডিজিজ (Coronary Artery Disease) বা ট্রিপল ভেসেল ডিজিজ (Triple Vessel Disease)-এর মত জীবাণু শরীরের উপরে হামলা করে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন যদি কারও হাইপার টেনশন হয় সেই ক্ষেত্রে নিয়মিত কেউ যদি সাদা তিল (Sesame Seeds) সেবন করেন অনেক সমস্যার সমাধান হয়ে থাকে এক সঙ্গেই ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রিত থাকবে (Blood Pressure) এর ব্যবহার কীভাবে করা যেতে পারে? প্রতীকী ছবি ৷
6/ 12
হাই ব্লাড প্রেশারের রোগীরা কীভাবে ব্যবহার করবেন সাদা তিল ৷ বাজারে অনেক সময়েই দেখতে পাওয়া যায় যে রুটির উপরে বিশেষ একটি পদার্থ আটকে রাখা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
যা আসলে সাদা তিল সাধারণ রুটির থেকে অনেক বেশি কার্যকরী ও স্বাস্থ্যকর হয়ে থাকে ৷ এতে হাইপার টেনশনের সমস্যার সমাধান হয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
সাদা তিল শরীরের পক্ষে ঠিক কতখানি কার্যকর তা কথায় বলে বোঝানো সম্ভব নয় ৷ পরিপাকের ক্ষেত্রে সাদা তিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
প্রোটিন বিটামিন সমৃদ্ধ বা স্বাস্থ্যকর খাবারের সঙ্গে সাদা তিল মিশিয়ে নিলে দারুণ কাজে দেবে ৷ হাই ব্লাড প্রেশারের সমস্যা রীতিমত দূর করবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
যদি কেউ হাইপারটেনশনে বোগেন তাঁদের জন্য তিলের তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সাধারণ তেলে রান্নার থেকে তিলের তেলে রান্নার করলে ভাল ফল পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
এই তেল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল ৷ এতে যে খাদ্যগুণ আছে তা অযথা রক্তপাতের হাত থেকে মুক্তি দেয় ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer: উপরোক্ত তথ্যগুলি আসলে ঘরোয়া টোটকা ৷ এটি কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প নয় ৷ ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরমর্শ নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷