Hibiscus Plant Gardening Tips: রান্নাঘরের ফেলে দেওয়া এই দুই খোসাই করবে কামাল! আপনার জবাগাছ ভরে যাবে গাদা গাদা ফুলে

Last Updated:
Gardening Tips: অনেকের বাড়িতে জবাগাছ হলেও ফুল ধরতে চায় না। তার জন্য রয়েছে দরকারি টিপস
1/6
জবা ফুল নিয়ে নানা কাজে লাগে৷ একদিকে যেমন ঠাকুর পুজোয় এই ফুল মাস্ট৷ তেমনিই আবার সৌন্দর্য্য চর্চায় এর গুরুত্বও অপরিসীম৷ মা কালী ও গণপতির পুজোর সময় জবা ফুল দিয়ে পুজো দিতে হয়৷ তেমনিই চুলের সৌন্দর্য্যের জন্য জবাফুলের গুণ অনস্বীকার্য৷ আপনি নিজের বাড়িতেও জবা ফুল ফোটাতে পারেন খুব সহজেই৷ এর জন্যে বাড়িতে জমি থাকারও প্রয়োজন নেই। ব্যালকনির টবেই দিব্যি হয় জবাফুল। অনেকের বাড়িতে জবাগাছ হলেও ফুল ধরতে চায় না। তার জন্য রয়েছে দরকারি টিপস।
জবা ফুল নিয়ে নানা কাজে লাগে৷ একদিকে যেমন ঠাকুর পুজোয় এই ফুল মাস্ট৷ তেমনিই আবার সৌন্দর্য্য চর্চায় এর গুরুত্বও অপরিসীম৷ মা কালী ও গণপতির পুজোর সময় জবা ফুল দিয়ে পুজো দিতে হয়৷ তেমনিই চুলের সৌন্দর্য্যের জন্য জবাফুলের গুণ অনস্বীকার্য৷ আপনি নিজের বাড়িতেও জবা ফুল ফোটাতে পারেন খুব সহজেই৷ এর জন্যে বাড়িতে জমি থাকারও প্রয়োজন নেই। ব্যালকনির টবেই দিব্যি হয় জবাফুল। অনেকের বাড়িতে জবাগাছ হলেও ফুল ধরতে চায় না। তার জন্য রয়েছে দরকারি টিপস।
advertisement
2/6
রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। দু’টি খালি প্লাস্টিকের বোতলে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ও কলার খোসা। দু’দিন জলে ভিজিয়ে রাখলেই মজে গিয়ে তৈরি হবে সার। এ বার ২ লিটার জলে মিশিয়ে নিন ১০০ মিলিলিটার পেঁয়াজের খোসা সার। তার পর ভাল করে ছেঁকে নিন। পেঁয়াজের খোসার নাইট্রোজন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ জবাগাছের জন্য খুবই উপকারি।
রান্নাঘরের দুই সামান্য উপকরণেই জবাগাছে প্রচুর ফুল আসবে। গাছ বেড়েও উঠবে সযত্নে। দু’টি খালি প্লাস্টিকের বোতলে আলাদা আলাদা করে জলে ভিজিয়ে রাখুন পেঁয়াজের খোসা ও কলার খোসা। দু’দিন জলে ভিজিয়ে রাখলেই মজে গিয়ে তৈরি হবে সার। এ বার ২ লিটার জলে মিশিয়ে নিন ১০০ মিলিলিটার পেঁয়াজের খোসা সার। তার পর ভাল করে ছেঁকে নিন। পেঁয়াজের খোসার নাইট্রোজন, ফসফরাস, পটাশিয়াম, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ জবাগাছের জন্য খুবই উপকারি।
advertisement
3/6
এ বার ৭০ মিলিলিটার নিয়ে নিন কলার খোসার সার। ভাল করে ছেঁকে নিয়ে মেশান ওই ২ লিটার জলে। কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ যা জবা গাছের জন্য অত্যন্ত উপকারি। এই মিশ্র সার ১০০ মিলিলিটার করে জবা গাছের গোড়ায় দিন। প্রতি সপ্তাহে এক দিন করে এই সার জবাগাছে দিলে প্রচুর ফুল আসবে।  গাছের পাতাও সেভাবে হলুদ হবে না৷
এ বার ৭০ মিলিলিটার নিয়ে নিন কলার খোসার সার। ভাল করে ছেঁকে নিয়ে মেশান ওই ২ লিটার জলে। কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ যা জবা গাছের জন্য অত্যন্ত উপকারি। এই মিশ্র সার ১০০ মিলিলিটার করে জবা গাছের গোড়ায় দিন। প্রতি সপ্তাহে এক দিন করে এই সার জবাগাছে দিলে প্রচুর ফুল আসবে।  গাছের পাতাও সেভাবে হলুদ হবে না৷
advertisement
4/6
 জবাগাছের পরিচর্যায় এ ছাড়াও প্রয়োজনীয় কিছু টিপসের মধ্যেে অন্যতম হল যে গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না জবা গাছ৷   কিছু দিন ছায়ায় রেখে সইয়ে নিয়ে তার পর রোদে রাখুন জবার চারাগাছ৷
জবাগাছের পরিচর্যায় এ ছাড়াও প্রয়োজনীয় কিছু টিপসের মধ্যেে অন্যতম হল যে গাছ লাগানোর পর পরই কড়া রোদে রাখবেন না জবা গাছ৷   কিছু দিন ছায়ায় রেখে সইয়ে নিয়ে তার পর রোদে রাখুন জবার চারাগাছ৷
advertisement
5/6
চারা গাছ সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন বেশি জল জবা গাছে দেবেন না৷ তাহলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে৷ সপ্তাহে এক দিন গাছের গোড়ায় মাটি খুঁড়ে পরিমিত পরিমাণে জল দিন৷
চারা গাছ সোজা রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করতে পারেন বেশি জল জবা গাছে দেবেন না৷ তাহলে গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে৷ সপ্তাহে এক দিন গাছের গোড়ায় মাটি খুঁড়ে পরিমিত পরিমাণে জল দিন৷
advertisement
6/6
জবাগাছে পোকামাকড়ের সংক্রমণ বেশি হয়৷ তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করুন৷ তবে বেছে সেক্ষেত্রে বেছে নিন জৈব কীটনাশক৷
জবাগাছে পোকামাকড়ের সংক্রমণ বেশি হয়৷ তাই নিয়মিত কীটনাশক প্রয়োগ করুন৷ তবে বেছে সেক্ষেত্রে বেছে নিন জৈব কীটনাশক৷
advertisement
advertisement
advertisement