সঙ্গম করুন যত খুশি। কিন্তু সব সময় মনে রাখবেন অবাধ সঙ্গম ডেকে আনতে পারে নানা যৌন রোগ। তবে কিছু সাবধানতা মানলে তা অবশ্যই এড়ানো যায়। এই ছয় যৌন রোগ থেকে এখুনি সাবধান হন। photo source collected
2/7
ক্ল্যামিডিয়া: ক্ল্যামিডিয়া হল ব্যাকটেরিয়ার ফলে হওয়া এক ধরণের যৌন রোগ। এই রোগের উপসর্গ হল, পেটের নিচের অংশে অসহ্য যন্ত্রণা হওয়া, প্রস্রাবের সময় যন্ত্রণা হওয়া! বিশেষ করে মহিলাদের হয় এই রোগ। এই সব উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তারের কাছে যান। photo source collected
3/7
গনোরিয়া: ব্যাকটেরিয়া থেকেই হয় এই রোগ। যা যৌনাঙ্গ, মুখ, চোখ এবং গলার ক্ষতি করে। পেটে ব্যথা, যৌনাঙ্গ থেকে রক্তপাত, প্রস্রাবে জ্বালা, পরিয়ডসে ব্যথা এই সব উপসর্গ থাকলে ডাক্তারের কাছে যান। photo source collected
4/7
জেনিটাল হারপিস: জেনিটাল হারপিস খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।এই রোগের উপসর্গ হল, নিতম্বে লাল লাল ফুসকুড়িতে ভরে যায়। যৌনাঙ্গে একাধিক ফুসকুড়ি দেখা দেয়! সাবধান হন। photo source collected
5/7
জেনিটাল ওয়ার্ট: ভাইরাসের ফলে হয় এই রোগ। মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তবে পুরুষদেরও হতে পারে। মূলত, যৌনাঙ্গ ফুলে যাওয়া, যৌনাঙ্গে একাধিক আঁচিল জন্মানো, যৌন মিলনের সময় রক্তক্ষরণ, যৌনাঙ্গে অস্বস্তি ইত্যাদি লক্ষণগুলি দেখা যায়। এর থেকে সার্ভকাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। photo source collected
6/7
সাইফিলিস: এই রোগের ফলে যৌনাঙ্গ, ত্বক এবং শ্লেষ্মা উৎপাদনকারী গ্রন্থি আক্রান্ত হতে পারে। এর উপসর্গ হল ত্বকে কালশিটে দাগ, অ্যালার্জি , সবসময় ঘুম ঘুম ভাব, লিম্ফ নডের আকার বেড়ে যাওয়া। বাড়াবাড়ি হলে এই রোগের ফলে রোগী অন্ধও হয়ে যেতে পারেন! তাই একেবারেই অবহেলা করা যাবে না। photo source collected
7/7
এইচআইভি: এটি সব থেকে ভয়ঙ্কর যৌন রোগ। উপসর্গ বলতে ক্লান্তি, কাঁপুনি দিয়ে জ্বর আসা, চূড়ান্তে পেটের সমস্যা, মাথা যন্ত্রণা, সংক্রমণ, রোগ প্রতিহত করার ক্ষমতা ক্রমশ কমতে থাকা! এই রোগ সম্পর্কে মোটামোটি সকলেই জানেন। তাই সচেতনতা মেনেই যৌন মিলন করুন। photo source collected