Healthy Lifestyle: সাবধান! এই চার উপায়েও কিন্তু ছড়িয়ে পড়তে পারে যৌন রোগ!

Last Updated:
Sexually Transmitted Disease: মানুষের মধ্যে যৌন মিলনের ফলে ছড়িয়ে পড়া রোগ (STDs) এবং সংক্রমণ (STIs) নিয়ে সেরকম স্পষ্ট কোনও ধারণাই নেই। অনেকেই এই দুই সমস্যাকে একই মনে করে থাকেন।
1/7
যৌন সমস্যা সম্পর্কে বেশির ভাগ মানুষই খোলাখুলি আলোচনা করতে অস্বস্তিবোধ করেন। এমনকী, যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণ এবং রোগ দেখা দিলে সেটা নিজের সঙ্গীকেও জানিয়ে উঠতে পারেন না তাঁরা। আসলে এই ধরনের সমস্যা কিন্তু যৌন জীবনেরই অঙ্গ। তাই কুণ্ঠা না-রেখে সঙ্গীর সঙ্গে এমন সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। এমনকী বয়ঃসন্ধিকালে নিজের সন্তানকেও এই বিষয়ে বুঝিয়ে দিতে হবে। Representational Image
যৌন সমস্যা সম্পর্কে বেশির ভাগ মানুষই খোলাখুলি আলোচনা করতে অস্বস্তিবোধ করেন। এমনকী, যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণ এবং রোগ দেখা দিলে সেটা নিজের সঙ্গীকেও জানিয়ে উঠতে পারেন না তাঁরা। আসলে এই ধরনের সমস্যা কিন্তু যৌন জীবনেরই অঙ্গ। তাই কুণ্ঠা না-রেখে সঙ্গীর সঙ্গে এমন সমস্যা নিয়ে আলোচনা করতে হবে। এমনকী বয়ঃসন্ধিকালে নিজের সন্তানকেও এই বিষয়ে বুঝিয়ে দিতে হবে। Representational Image
advertisement
2/7
আসলে মানুষের মধ্যে যৌন মিলনের ফলে ছড়িয়ে পড়া রোগ (STDs) এবং সংক্রমণ (STIs) নিয়ে সেরকম স্পষ্ট কোনও ধারণাই নেই। অনেকেই এই দুই সমস্যাকে একই মনে করে থাকেন। ব্যাপারটা আদতে কিন্তু তা নয়। দু’টো সম্পূর্ণ আলাদা বিষয়। আসলে প্রথমেই যেটা দেখা দেয়, সেটা হল- যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণ (STIs)। আর এই সংক্রমণের জন্য দায়ী কোনও ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা পরজীবী। পরবর্তীকালে এই সংক্রমণই ধীরে ধীরে রোগের (STDs) আকার ধারণ করে। আর এর চিকিৎসা না-হলে কিন্তু বিপদ! অনেকেই আবার জানেন যে, যৌন সঙ্গমের কারণেই এই রোগ ছড়িয়ে পড়ে। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল এই ধরনের রোগ কিন্তু এক জনের থেকে আর এক জনের দেহে বাহিত হতে পারে। কিন্তু কীভাবে? আজ সেই বিষয়েই আলোচনা করে নেব। Representational Image
আসলে মানুষের মধ্যে যৌন মিলনের ফলে ছড়িয়ে পড়া রোগ (STDs) এবং সংক্রমণ (STIs) নিয়ে সেরকম স্পষ্ট কোনও ধারণাই নেই। অনেকেই এই দুই সমস্যাকে একই মনে করে থাকেন। ব্যাপারটা আদতে কিন্তু তা নয়। দু’টো সম্পূর্ণ আলাদা বিষয়। আসলে প্রথমেই যেটা দেখা দেয়, সেটা হল- যৌন সংসর্গের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণ (STIs)। আর এই সংক্রমণের জন্য দায়ী কোনও ভাইরাস, ব্যাকটেরিয়া অথবা পরজীবী। পরবর্তীকালে এই সংক্রমণই ধীরে ধীরে রোগের (STDs) আকার ধারণ করে। আর এর চিকিৎসা না-হলে কিন্তু বিপদ! অনেকেই আবার জানেন যে, যৌন সঙ্গমের কারণেই এই রোগ ছড়িয়ে পড়ে। তবে অনেকেই যেটা জানেন না, সেটা হল এই ধরনের রোগ কিন্তু এক জনের থেকে আর এক জনের দেহে বাহিত হতে পারে। কিন্তু কীভাবে? আজ সেই বিষয়েই আলোচনা করে নেব। Representational Image
advertisement
3/7
 ওরাল সেক্স (Oral Sex): যৌন জীবনের অন্যতম অঙ্গ হল ওরাল সেক্স। আসলে এক্ষেত্রে যৌন পরিতৃপ্তির জন্য মুখ, ঠোঁট, জিভ ব্যবহার করা হয়ে থাকে। যদিও ওরাল সেক্স বা মৌখিক যৌনতার মাধ্যমে গর্ভসঞ্চার সম্ভব নয়, তবে এই ধরনের যৌনতায় কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে এটা প্রতিরোধ করারও উপায় রয়েছে। ঠিক যেভাবে কন্ডোমের মাধ্যমে যৌনবাহিত সংক্রমণকে রুখে দেওয়া যায়, ঠিক সেভাবেই মৌখিক মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণও ঠেকানো সম্ভব। তার জন্য ওরাল সেক্সের সময় ব্যবহার করতে হবে জিভের কন্ডোম, ডেন্টাল ড্যাম ইত্যাদি। এগুলিকে আবার ওরাল কন্ডোমও বলা হয়। আর এর ব্যবহারের ফলে আটকানো যাবে ক্ল্যামিডিয়া, হারপিস, গনোরিয়া, সিফিলিস এবং এইচপিভি-র মতো সংক্রমণ। Representational Image
ওরাল সেক্স (Oral Sex): যৌন জীবনের অন্যতম অঙ্গ হল ওরাল সেক্স। আসলে এক্ষেত্রে যৌন পরিতৃপ্তির জন্য মুখ, ঠোঁট, জিভ ব্যবহার করা হয়ে থাকে। যদিও ওরাল সেক্স বা মৌখিক যৌনতার মাধ্যমে গর্ভসঞ্চার সম্ভব নয়, তবে এই ধরনের যৌনতায় কিন্তু সংক্রমণের সম্ভাবনা থাকে। তবে এটা প্রতিরোধ করারও উপায় রয়েছে। ঠিক যেভাবে কন্ডোমের মাধ্যমে যৌনবাহিত সংক্রমণকে রুখে দেওয়া যায়, ঠিক সেভাবেই মৌখিক মিলনের মাধ্যমে ছড়িয়ে পড়া সংক্রমণও ঠেকানো সম্ভব। তার জন্য ওরাল সেক্সের সময় ব্যবহার করতে হবে জিভের কন্ডোম, ডেন্টাল ড্যাম ইত্যাদি। এগুলিকে আবার ওরাল কন্ডোমও বলা হয়। আর এর ব্যবহারের ফলে আটকানো যাবে ক্ল্যামিডিয়া, হারপিস, গনোরিয়া, সিফিলিস এবং এইচপিভি-র মতো সংক্রমণ। Representational Image
advertisement
4/7
 পায়ুসঙ্গম বা অ্যানাল সেক্স (Anal Sex): যৌন সঙ্গমের মতো পায়ুসঙ্গমের মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। এক্ষেত্রেও কিন্তু দেহতরল এক জনের দেহ থেকে অন্য জনের দেহে বাহিত হয়। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য যৌনক্রিয়ার তুলনায় পায়ুসঙ্গমের ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি। আর এই অ্যানাল সেক্সের মাধ্যমে ছড়াতে পারে কিছু সাধারণ যৌন রোগ। তাই এই ধরনের সমস্যা রুখতে পায়ুসঙ্গমের সময় ব্যবহার করা উচিত কন্ডোম। Representational Image
পায়ুসঙ্গম বা অ্যানাল সেক্স (Anal Sex): যৌন সঙ্গমের মতো পায়ুসঙ্গমের মাধ্যমেও ছড়াতে পারে সংক্রমণ। এক্ষেত্রেও কিন্তু দেহতরল এক জনের দেহ থেকে অন্য জনের দেহে বাহিত হয়। বিশেষজ্ঞদের মতে, অন্যান্য যৌনক্রিয়ার তুলনায় পায়ুসঙ্গমের ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সব থেকে বেশি। আর এই অ্যানাল সেক্সের মাধ্যমে ছড়াতে পারে কিছু সাধারণ যৌন রোগ। তাই এই ধরনের সমস্যা রুখতে পায়ুসঙ্গমের সময় ব্যবহার করা উচিত কন্ডোম। Representational Image
advertisement
5/7
 ত্বকের সংস্পর্শ (Skin Contact): হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি (HPV), হারপিস, সিফিলিসের মতো কিছু কিছু যৌনবাহিত সংক্রমণ ত্বকের সংস্পর্শেও ছড়িয়ে পড়তে পারে। আর তা প্রতিরোধ করতে যৌন ক্রিয়ার আগে ব্যবহার করা যেতে পারে ল্যাটেক্স কন্ডোম। তবে এই ধরনের সংক্রমণ কিন্তু প্রতিরোধ করা বেশ কঠিন। Representational Image
ত্বকের সংস্পর্শ (Skin Contact): হিউম্যান প্যাপিলোমাভাইরাস বা এইচপিভি (HPV), হারপিস, সিফিলিসের মতো কিছু কিছু যৌনবাহিত সংক্রমণ ত্বকের সংস্পর্শেও ছড়িয়ে পড়তে পারে। আর তা প্রতিরোধ করতে যৌন ক্রিয়ার আগে ব্যবহার করা যেতে পারে ল্যাটেক্স কন্ডোম। তবে এই ধরনের সংক্রমণ কিন্তু প্রতিরোধ করা বেশ কঠিন। Representational Image
advertisement
6/7
রক্তের মাধ্যমে: বেশির ভাগ ক্ষেত্রেই যৌন মিলনের সময়ই ছড়িয়ে পড়ে এসটিআই অথবা এসটিডি। তবে হেপাটাইটিস বি এবং এইচআইভি-র মতো যৌন রোগ কিন্তু ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, এই ধরনের রোগীর জন্য ব্যবহৃত সিরিঞ্জ, ছুঁচ অন্য সুস্থ ব্যক্তির দেহে ব্যবহার করলে সেই ব্যক্তিও ওই রোগে আক্রান্ত হতে পারেন। Representational Image
রক্তের মাধ্যমে: বেশির ভাগ ক্ষেত্রেই যৌন মিলনের সময়ই ছড়িয়ে পড়ে এসটিআই অথবা এসটিডি। তবে হেপাটাইটিস বি এবং এইচআইভি-র মতো যৌন রোগ কিন্তু ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে বাহিত হয়ে। উদাহরণ স্বরূপ বলা যায় যে, এই ধরনের রোগীর জন্য ব্যবহৃত সিরিঞ্জ, ছুঁচ অন্য সুস্থ ব্যক্তির দেহে ব্যবহার করলে সেই ব্যক্তিও ওই রোগে আক্রান্ত হতে পারেন। Representational Image
advertisement
7/7
প্রতিরোধের উপায়: যৌন মিলনের সময় প্রোটেকশন তো ব্যবহার করতেই হবে। এর সঙ্গে মানতে হবে আরও কয়েকটি বিষয়। সেগুলি হল– যৌন জীবন এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। যদি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক থাকে, সেক্ষেত্রে নিয়মিত শারীরিক পরীক্ষা করা বাঞ্ছনীয়। হেপাটাইটিস বি এবং এইচপিভি-র ভ্যাকসিন নিতে হবে। Representational Image
প্রতিরোধের উপায়: যৌন মিলনের সময় প্রোটেকশন তো ব্যবহার করতেই হবে। এর সঙ্গে মানতে হবে আরও কয়েকটি বিষয়। সেগুলি হল– যৌন জীবন এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। যদি একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক থাকে, সেক্ষেত্রে নিয়মিত শারীরিক পরীক্ষা করা বাঞ্ছনীয়। হেপাটাইটিস বি এবং এইচপিভি-র ভ্যাকসিন নিতে হবে। Representational Image
advertisement
advertisement
advertisement