যৌনমিলনের কথা শুনলেই ভয় পান? কেন এমন হয় জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকেই শারীরিক ঘনিষ্ঠতা বা যৌনতার আনন্দ উপভোগ করতে পারেন না।
ব্যথা হওয়ার ভয়ে অনেকেই শারীরিক মিলন থেকে দূরে থাকতে চান। প্রথমবার পেনিট্রেটিভ সঙ্গমে অনেক মেয়েই ব্যথা পাওয়ার কথা বলেন। তা ছাড়া যথেষ্ট ফোরপ্লে না করলে বা যৌনমিলনেই অনীহা থাকলে ভ্যাজাইনা যথেষ্ট লুব্রিকেটেড থাকে না বলে ব্যথা লাগতে পারে। ফলে অনেক মেয়ে যৌন সম্পর্কের পরিস্থিতি তৈরি হলেই আড়ষ্ট হয়ে যান।
সৃজনশীলতার অভাবের কারণেও অনেক সময় যৌনতায় ভয় আসে। বিছানায় নতুন নতুন উপায় আবিষ্কার করেন দম্পতিরা, আর এখানেই পিছিয়ে পড়েন অনেক মেয়ে। তাঁরা ভাবেন তাঁদের যথেষ্ট কল্পনাশক্তি নেই, এবং সেই জন্যই তাঁরা যৌনতা বিষয়টাকে সঙ্গীর কাছে যথেষ্ট আকর্ষণীয় করে তুলতে পারছেন না। স্বাভাবিকভাবেই সঙ্গম নিয়ে তাঁদের মনে বিরাট সংশয় কাজ করে।
অর্গাজম না হওয়াও যৌনমিলনে ভয় হওয়ার বিরাট কারণ। একাধিক গবেষণায় দেখা গিয়েছে অন্তত ৭০ শতাংশ মেয়েরই ইন্টারকোর্সের সময় পেনিট্রেটিভ মিলন থেকে অর্গাজম হয় না। বরং ক্লিটোরিসের স্টিমুলেশনে তাঁরা অর্গাজমের সুখ পেতে পারেন। কাজেই পেনিট্রেশনের ফলে আপনার যদি অর্গাজম না হয়, একদম দুশ্চিন্তা করবেন না। অর্গাজম ছাড়াও যৌনতা সুখের হতে পারে। সেগুলি উপভোগ করতে শিখুন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।) (সব ছবি প্রতীকী)