Healthy Lifestyle: সঙ্গমের সময় পার্টনারের সামনে স্বমেহন করেছেন কখনও? যা ঘটবে, ভাবতে পারবেন না
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মনে রাখবেন নিজেকে চিনলে তবেই অন্যকে চিনতে পারবেন, চেনাতে পারবেন। চরিত্র, মন ও শরীর-- সবক্ষেত্রেই এটি প্রযোজ্য। (Healthy Lifestyle)
স্বমেহন অর্থাৎ মাস্টারবেশন বা অর্গাজম হল নিজস্ব অনুভূতির সঙ্গে জড়িত। রতিসুখ, নিজের নিজেকে আরাম দেওয়ার কাজ। বেশিরভাগ দেশেই যৌনতা নিয়ে পর্যাপ্ত শিক্ষার অভাবে স্বমেহন নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। অনেকেই ভাবেন এটা লজ্জার। নিজের পার্টনারের সামনেও এ নিয়ে কথা বলতে অস্বস্তি অনুভব করেন। মনে রাখবেন নিজেকে চিনলে তবেই অন্যকে চিনতে পারবেন, চেনাতে পারবেন। চরিত্র, মন ও শরীর-- সবক্ষেত্রেই এটি প্রযোজ্য। (Healthy Lifestyle) (প্রতীকী ছবি)