Healthy Benefits: দেখতে ছোট এই পাতার গুণ অগুনতি, হাড়ের ব্যথা থেকে সুগার, এক ডজন রোগের মোক্ষম দাওয়াই! প্রতিদিন খেলে মিলবে ম্যাজিকের মতো রেজাল্ট
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Healthy Benefits: দেখতে ছোট এই পাতার গুণ অগুনতি, হাড়ের সমস্যা থেকে সুগার, হাড়জোড়ার উপকারিতা সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন৷ বিস্তারিত জানুন৷
advertisement
advertisement
হাড় ভাঙার ক্ষেত্রে, এর সেবন হাড়গুলিকে দ্রুত যুক্ত হতে সাহায্য করে। কী করে খাবেন? এর জন্য দুই কাপ জলে ১০ থেকে ১৫ গ্রাম শুকনো অশ্বগন্ধা ডাঁটা সিদ্ধ করে এই হাড়জোড়া মিশিয়ে কাথ তৈরি করুন। এরপর প্রতিদিন অন্তত একবার কাথ পান করুন। হাড়ের সমস্যা থাকলে আপনি দারুণ উপকার পাবেন৷ এটি হাড়ের সমস্যা থেকে মুক্তি দেবে আপনাকে।
advertisement
জয়েন্টে ব্যথা এবং ফোলা সমস্যা বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখা যায়। এই সমস্যাগুলিতেও হাড়জোড়ার রস খুব উপকারী বলে প্রমাণিত হয়। এটি জয়েন্টের ফোলাভাব কমায় এবং নমনীয়তা বাড়ায়। এর জন্য ১ চা চামচ হাড়জোড়া গুঁড়োয় ১/২ চা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিন৷ তারপর দিনে অন্তত দুবার হালকা গরম জলের এই মিশ্রন মিশিয়ে খেলে জয়েন্টের ব্যথা ও ফোলা থেকে মুক্তি পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
advertisement







