Healthcare: ত্বকের কোলাজেন বাড়ায়, ওজন কমায়! বহু জটিল রোগ দূর করে ঘি! সঠিক নিয়মে খান
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Healthcare: ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে ঘি! গরম ভাতে এক চামচ ঘি শরীরের জন্য কতটা ভাল? জানুন চিকিৎসকের মত
গরুর দুধের সর থেকে তৈরি হয় খাবারের স্বাদ- গন্ধ বৃদ্ধিতে রান্নায় ঘি বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। রান্নায় স্বাদ বাড়াতে ঘি-এর তুলনা নেই। দেশি ঘি খাওয়ার উপকারিতাও অনেক বেশি। ঘিতে স্বাস্থ্যকর চর্বি থাকে, যা স্বাস্থ্যের জন্য ভাল। আর কী উপকার মিলবে প্রতিনিয়ত ঘি খেলে কী বলছেন বিশিষ্ট ডাক্তার আশিস রায়।
advertisement
advertisement
ঘির অ্যান্টিঅক্সিডেন্টগুলি ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে কোষগুলিকে রক্ষা করে, যা ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে যদি ব্রণর সমস্যায় ভোগেন তাহলে সপ্তাহে অন্তত চার দিন ঘি খাওয়া অভ্যাস করুন। এছাড়াও চুল পড়ার সমস্যা হাত পায়ে ব্যথার বিভিন্ন সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
advertisement
advertisement